মেসিতে আচ্ছন্ন নেই পর্তুগাল

আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে লিওনেল মেসিকে নিয়ে আচ্ছন্ন হয়ে নেই পর্তুগাল দল। ওল্ড ট্র্যাফোর্ডের প্রীতি ম্যাচে আর্জেন্টিনার সব খেলোয়াড়দের রুখতেই মনোযোগ দেয়ার কথা বলেছেন কোচ ফের্নান্দো সান্তোস।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2014, 12:43 PM
Updated : 18 Nov 2014, 01:14 PM

মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে ২টায় ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে মুখোমুখি হবে আর্জেন্টিনা-পর্তুগাল

আর্জেন্টিনাকে হারাতে হলে যেকোনো দলের জন্যই সবচেয়ে বেশি জরুরি মেসিকে আটকে রাখা। পর্তুগালের কোচও জানেন, দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তিদের আক্রমণভাগের মূল ভরসা বার্সেলোনার তারকা মেসিই।

তবে সান্তোস নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে বাড়তি গুরুত্ব দেয়ায় বিশ্বাস করেন না।

"আর্জেন্টিনা কি করে, আমাদের তা নিয়ে ভাবতে হবে। অবশ্যই আর্জেন্টিনার এমন একজন খেলোয়াড় থাকলে এটাই পার্থক্য গড়ে দেয়। কিন্তু অনেক ভালো খেলোয়াড়ের সমন্বয়ে আর্জেন্টিনা খুব শক্তিশালী একটা দল। আমাদের তাই আর্জেন্টিনার সব গতিবিধির ওপরই মনোযোগ রাখতে হবে।"