এগিয়ে গিয়েও আতলেতিকোর হার

এগিয়ে গিয়েও রিয়াল সোসিয়েদাদের মাঠ থেকে হেরে এসেছে আতলেতিকো মাদ্রিদ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 10 Nov 2014, 07:30 AM
Updated : 10 Nov 2014, 08:01 AM

লা লিগায় রোববার রাতের ২-১ গোলের এই হারে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে চার পয়েন্ট পেছনে পড়ে গেল বর্তমান চ্যাম্পিয়নরা।

ম্যাচের দশম মিনিটেই আতলেতিকোকে এগিয়ে দিয়েছিলেন মারিও মানজুকিচ। রাউল গার্সিয়ার ক্রস থেকে বল জালে পাঠান ক্রোয়েশিয়ার এই ফরোয়ার্ড।

পাঁচ মিনিট পর ডি বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের জোরালো শটে সোসিয়েদাদকে সমতায় ফেরান কার্লোস ভেলা।

গিলেরমে সিকেইরা ৫০তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে আতলেতিকো ১০ জন নিয়ে পেরে ওঠেনি।

৮১তম মিনিটে ইমানলের গোলে তিন পয়েন্ট পায় সোসিয়েদাদ।

রোববার রাতে সেভিয়া-লেভান্তে ও এস্পানিওল-ভিয়ারিয়াল ম্যাচ দু’টি ১-১ গোলে ড্র হয়। ভালেন্সিয়া-আথলেতিক বিলবাওয়ের ম্যাচটি গোলশূন্য ড্র হয়।

এই হারে ১১ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লা লিগার টেবিলে চতুর্থ স্থানে আছে আতলেতিকো। ২৭ পয়েন্ট নিয়ে তালিকায় সবার ওপরে রয়েছে রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার সংগ্রহ ২৫ পয়েন্ট।