এগিয়ে থেকেও সোয়ানসির কাছে আর্সেনালের হার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে হতাশার ড্রর পর ইংলিশ প্রিমিয়ার লিগে হেরেই গেল আর্সেনাল। সোয়ানসি সিটির মাঠে ২-১ গোলে হেরে গেছে লন্ডনের ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2014, 07:27 PM
Updated : 9 Nov 2014, 07:27 PM

গত সপ্তাহে ইউরোপ সেরার লড়াইয়ের গ্রুপ পর্বে বেলজিয়ামের ক্লাব আন্ডারলেখটের সঙ্গে তিন গোলে এগিয়ে থেকেও ৩-৩ গোলে ড্র করেছিল আর্সেনাল।

রোববার রাতে প্রতিপক্ষের মাঠে গোলশূন্য প্রথমার্ধের পর ৬৩তম মিনিটে আলেক্সিস সানচেসের গোলে এগিয়ে যায় আর্সেনাল।

প্রতিপক্ষের ভুলে মাঝ মাঠে বল পেয়ে দারুণ গোছানো একটি আক্রমণ করে আর্সেনাল। শেষে ড্যানি ওয়েলব্যাকের পাস পেয়ে ডি বক্সের মধ্যে থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান চিলির স্ট্রাইকার সানচেস।

১২ মিনিট পরেই গোলটা শোধ করে দিয়ে লড়াই জমিয়ে তোলে স্বাগতিকরা। আইসল্যান্ডের মিডফিল্ডার জিলফি সিগুরসন ডি বক্সের অনেকখানি বাইরে থেকে দারুণ এক ফ্রি কিকে গোলটি করেন।

এর তিন মিনিট পরেই হেড করে আর্সেনালের জালে বল পাঠান ফরাসি ফরোয়ার্ড বাফেতিম্বি গোমিস।

লিগে আর্সেন ভেঙ্গারের দলের এটা দ্বিতীয় হার। ১১ রাউন্ড শেষে ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে আছে আর্সেনাল।

শীর্ষে থাকা চেলসির পয়েন্ট ২৯। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা সাউথ্যাম্পটন ও ম্যানচেস্টার সিটির পয়েন্ট যথাক্রমে ২৫ ও ২১।