‘শরতের চ্যাম্পিয়ন’ মরিনিয়োর চেলসি

লিভারপুলকে হারিয়ে শিরোপা লড়াইয়ে এগিয়ে থাকা চেলসিকে ‘শরতের চ্যাম্পিয়ন’ হিসেবে ঘোষণা দিয়েছেন কোচ জোসে মরিনিয়ো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Nov 2014, 10:16 AM
Updated : 9 Nov 2014, 10:16 AM

ইংলিশ প্রিমিয়ার লিগের একাদশ রাউন্ড শেষে পয়েন্ট তালিকার শীর্ষেই আছে 'ব্লুজ' নামে পরিচিত দলটি।

লিভারপুলের মাঠ অ্যানফিল্ড থেকে শনিবার ২-১ গোলের জয় নিয়ে ফেরে চেলসি। এই জয়ের পর ১১ ম্যাচে ২৯ পয়েন্ট তাদের। লিস্টার সিটিকে ২-০ গোলে হারানো সাউথ্যাম্পটন সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

মে মাসে লিগের শেষে চেলসিকে চ্যাম্পিয়ন দেখতেই বেশি পছন্দ করবেন মরিনিয়ো। তবে প্রতিপক্ষের মাঠে পিছিয়ে পড়েও জয় নিয়ে ফেরার পর আপাতত নিজের দলকে লিগের প্রথম অংশটুকুর চ্যাম্পিয়নের তকমা দেন তিনি।

“আমরা আমাদের শরতের চ্যাম্পিয়ন বলতে পারি। আমার মনে হয়, শিরোপা জয়ের ভালো সম্ভাবনা আছে আমাদের। তবে আমি মনে করি, আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও সাউথ্যাম্পটন দৌড়ে আছে।”
শনিবার কুইন্স পার্ক রেঞ্জার্সের সঙ্গে ২-২ গোলে ড্র করা ম্যানচেস্টার সিটি ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে। সমান ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে ইউনাইটেড আছে ষষ্ঠ স্থানে। আর পঞ্চম স্থানে থাকা আর্সেনালের পয়েন্ট ১০ ম্যাচে ১৭।
লিগে এখনো কোনো ম্যাচ হারেনি চেলসি। তবে পুরো মৌসুম ধরে অপরাজিত থাকা সম্ভব হবে বলে মনে করেন না মরিনিয়ো।
“পুরো মৌসুম জুড়ে অপরাজিত থাকা অসম্ভব কাজ। আমার মনে হয়, আমরা হারব। আধুনিক ফুটবলে, বিশেষ করে প্রিমিয়ার লিগে; আমি অপরাজিত থাকতে পারব বলে বিশ্বাস করি না।”