ভায়েকানোকে গোলে ভাসাল রিয়াল

লা লিগায় জিতেই চলেছে রিয়াল মাদ্রিদ। রায়ো ভায়েকানোকে ৫-১ গোলে হারিয়ে লা লিগার চলতি মৌসুমের টানা অষ্টম জয় পেয়েছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2014, 09:21 PM
Updated : 8 Nov 2014, 09:21 PM

রিয়ালের জয়ে একটি করে গোল করেন গ্যারেথ বেল, সের্হিও রামোস, টনি ক্রুস, করিম বেনজেমা ও ক্রিস্তিয়ানো রোনালদো। ভায়েকানোর হয়ে একমাত্র গোলটি পেয়েছেন আলবের্তো বুয়েনো।

শনিবার রাতে পাওয়া জয়ে লিগের তালিকায় শীর্ষে ফিরেছে রিয়াল। ১১ ম্যাচে ২৭ পয়েন্ট কার্লো আনচেলোত্তির দলে। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নেমে গেছে বার্সেলোনা।

নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাবেউতে দ্বিতীয় মিনিটেই রোনালদোর হাত ধরে আক্রমণে যায় রিয়াল। তবে পর্তুগিজ ফরোয়ার্ডের শট সরাসরি গোলরক্ষকের গ্লাভসে জমা হলে এগিয়ে যাওয়ার সুযোগটি হাতছাড়া হয় স্বাগতিকদের।

রিয়ালের গোলের অপেক্ষা বেশিক্ষণ টেকেনি। নবম মিনিটেই ক্রুসের ক্রসে দ্রুত দৌড়ে গিয়ে পা লাগিয়ে দলকে এগিয়ে দেন চোট কাটিয়ে ফেরা বেল।

৪০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রামোস। হামেস রদ্রিগেসের কর্নারে পা ছুঁইয়ে বল ভায়েকানোর জালে জড়িয়ে দেন রিয়াল ডিফেন্ডার রামোস। এর একটু আগে বেনজেমার হেড ফিরিয়ে দিয়েছিল প্রতিপক্ষের ক্রসবার।

চার মিনিটের ব্যবধানে রদ্রিগেসের হাস্যকর এক ভুলের সুযোগ কাজে লাগিয়ে গোল তুলে নেয় অতিথিরা। কলম্বিয়ার মিডফিল্ডার অযথাই ব্যাক পাস দেন কিন্তু বল কেইলর নাভাসের কাছে পৌঁছানোর আগেই তা পেয়ে যান প্রতিপক্ষের লিও বাপতিস্তাও, তার এগিয়ে দেয়া বল অনায়াসে রিয়ালের জালে পৌঁছে দেন বুয়েনো।

৫৫তম মিনিটে ব্যবধান বাড়িয়ে নেয় রিয়াল। রোনালদোর ব্যাক পাস থেকে পাওয়া বলে দূরপাল্লার শটে গোল করেন জার্মানির মিডফিল্ডার ক্রুস।

চার মিনিট পর ব্যবধান ৪-১ করে নেয় স্বাগতিকরা। ডি বক্সের ডান দিক থেকে নেয়া রোনালদোর শটে শেষ মূহুর্তে পা ছুঁইয়ে গোল করেন বেনজেমা।

৮৪ মিনিট অপেক্ষার পর গোল পান রোনালদো। ইসকোর বাড়ানো বল জালে পৌঁছে দেন রিয়ালের এই পর্তুগিজ ফরোয়ার্ড। এ নিয়ে লা লিগার চলতি মৌসুমে ১৮টি গোল পেলেন তিনি। সব মিলিয়ে এ মৌসুমে রোনালদোর গোল এ মুহুর্তে ২৩টি।