ম্যান ইউর ত্রাতা হুয়ান মাতা

ক্রিস্টাল প্যালেসকে হারাতে ঘাম ছুটে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের। বদলি স্ট্রাইকার হুয়ান মাতার একমাত্র গোলে কোনোমতে জয় পেয়েছে ইংল্যান্ডের সফলতম ক্লাবটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Nov 2014, 05:43 PM
Updated : 8 Nov 2014, 05:43 PM

শনিবার নিজেদের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে প্রথমার্ধে গোলের একাধিক সুযোগ তৈরি করেছিল ইউনাইটেড। তবে ওয়েইন রুনি, লুক শ, আনহেল দি মারিয়াদের শট লক্ষ্যে না পৌঁছানোয় গোলশূন্যভাবে শেষ হয় প্রথম অর্ধের খেলা।

৬৩তম মিনিটে আদনান ইয়ানুজাইয়ের বদলি হিসেবে মাতাকে নামান ইউনাইটেড কোচ লুইস ফন গাল। চার মিনিটের ব্যবধানে গোল এনে দেন স্পেনের এই স্ট্রাইকার।

আর্জেন্টিনার মিডফিল্ডার দি মারিয়ার কাছ থেকে বল পেয়ে একটু এগিয়ে বাঁ পায়ে জোরালো শট নেন মাতা। গোলরক্ষক বলে আঙ্গুল লাগাতে পারলেও ঠেকাতে পারেননি।

শেষ দিকে ব্যবধান বাড়িয়ে নেয়ার সুযোগ হারায় স্বাগতিকরা। রবিন ফন পের্সির শট ক্রিস্টাল প্যালেসের এক ডিফেন্ডার প্রতিহত করার পর মাতার ফিরতি শটে বল বারে লাগে।

ক্রিস্টালের বিপক্ষের ম্যাচ দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে জয়ে ফিরল ম্যান ইউ। আগের ম্যাচে ম্যানচেস্টার সিটির কাছে হেরেছিল তারা।

১১ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আপাতত ষষ্ঠ স্থানে উঠে এসেছে লুইস ফন গালের ম্যান ইউ।