সিটির সমস্যা আত্মবিশ্বাসে

ম্যানচেস্টার সিটি দলে আত্মবিশ্বাসের ঘাটতি আছে বলে মনে করছেন কোচ মানুয়েল পেল্লেগ্রিনি। চ্যাম্পিয়ন্স লিগে সিএসকেএ মস্কোর কাছে হেরে নকআউটের আশা ম্লান হয়ে যাওয়ার কারণ হিসেবে এটিকেই দেখালেন ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2014, 04:08 PM
Updated : 6 Nov 2014, 04:08 PM

নিজেদের মাঠ ইতিহাদ স্টেডিয়ামে রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কোর বিপক্ষে ২-১ গোলে হারে সিটি। ম্যাচটিতে দুটি লাল কার্ডও পায় তারা।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে এই পরাজয় এবং বাজে খেলার কারণ বিশ্লেষণ করেন পেল্লেগ্রিনি।

“এটা অবশ্যই আত্মবিশ্বাসের সমস্যা। গত দুই সপ্তাহ ধরে আমরা আমাদের মতো খেলতে পারছি না।”

হঠাৎ করে ছন্দ হারিয়ে ফেলা সিটি কেন এত বাজে ফুটবল খেলছে, সেটা বুঝেই উঠতে পারছেন না দলটির কোচ।

“খেলোয়াড়দের সঙ্গে প্রতিদিন কথা বলে বের করতে হেবে কেন এটা হচ্ছে এবং আবার জিততে হবে। আমরা এত বাজে কেন খেললাম সেটা বোঝাটা খুব কঠিন।”

এই হারের পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে ওঠাই কঠিন হয়ে পড়েছে সিটির জন্য। ৪ ম্যাচ থেকে কোনো জয় নেই তাদের। ১২ পয়েন্ট নিয়ে ‘ই’ গ্রুপ থেকে নকআউট পর্বে উঠে গেছে বায়ার্ন মিউনিখ। ৪ পয়েন্ট করে নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে এএস রোমা ও সিএসকেএ মস্কো। সবার নিচে থাকা সিটির পয়েন্ট ২।

পরের দুটি ম্যাচ তাদের কঠিন প্রতিপক্ষের বিপক্ষে। একটি নিজেদের মাঠে বায়ার্নের বিপক্ষে। আর গ্রুপে নিজেদের শেষ ম্যাচটি তারা খেলবে রোমার মাঠে।