বার্সেলোনা শিবিরে স্বস্তি

দুই ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন্স লিগের নকআউট নিশ্চিত হয়ে গেছে বার্সেলোনার। স্বাভাবিক কারণেই দারুণ খুশি স্পেনের লা লিগার ক্লাবটির কোচ লুইস এনরিকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Nov 2014, 02:18 PM
Updated : 6 Nov 2014, 02:21 PM

প্রতিপক্ষ আয়াক্সের মাঠ থেকে বুধবার লিওনেল মেসির জোড়া গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে ফেরে বার্সেলোনা। এই জয়ে ৪ ম্যাচে ৯ পয়েন্ট বার্সেলোনার। ‘এফ’ গ্রুপের শীর্ষে থাকা পিএসজির চেয়ে ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে তারা।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে নিজের স্বস্তির কথা বলেন এনরিকে।

“২ ম্যাচ হাতে রেখে কোয়ালিফাই করাটা গুরুত্বপূর্ণ।”

আয়াক্সের মাঠে শুরুতে বেশ চাপেই ছিল বার্সেলোনা। তবে মেসির ৩৬তম মিনিটের গোলে ঘুরে দাঁড়ায় তারা। এরপর দ্বিতীয়ার্ধে ভালোই খেলে স্পেনের ক্লাবটি। ৭৬তম মিনিটে মেসির দ্বিতীয় গোলে জয় নিশ্চিত হয় তাদের।

চাপের মধ্যেও দলের খেলোয়াড়রা ঠাণ্ডা মাথায় নিজেদের খেলাটা খেলতে পেরেছেন বলে খুশি এনরিকে। দলের খেলা নিয়ে কোনো অভিযোগ নেই তার।

জয়ে নকআউট নিশ্চিত হওয়ায় বার্সেলোনা দল জুড়ে একটা স্বস্তির বাতাস বয়ে গেলেও তুষ্টিতে ডুবে যেতে চান না কোচ।

“জয়টি আমাদের পরের রাউন্ডে নিয়ে গেছে। এর মানে এই নয় যে, আমরা আর আত্ম-সমালোচক হতে পারব না। উন্নতি করার এখনো অনেক জায়গা আছে। আমার খেলোয়াড়রা জানে, তাদের কাছ থেকে আমি সবসময় সেরাটা ছাড়া আর কিছু চাইব না।”