কাভানির গোলে বার্সেলোনার সঙ্গী পিএসজি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে উঠে গেছে পিএসজি। বুধবার রাতে এদিনসন কাভানির একমাত্র গোলে সাইপ্রাসের দল আপোয়েলকে হারিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2014, 11:38 PM
Updated : 5 Nov 2014, 11:43 PM

ঘরের মাঠে খেলতে নেমে ম্যাচের প্রথম মিনিটেই গোলটি করেন কাভানি। নেদারল্যান্ডসের ডিফেন্ডার ফন ডার ভিলের ক্রস ডি বক্সের মধ্যে দারুণভাবে নিয়ন্ত্রনে নিয়ে ডান পায়ের শটে লক্ষভেদ করেন উরুগুয়ের এই স্ট্রাইকার।

গ্রুপের অন্য ম্যাচে আয়াক্সের মাঠে বার্সেলোনা ২-০ জেতায়, দুই ম্যাচ হাতে রেখে এই দুই দলের সেরা ষোলোয় ওঠা নিশ্চিত হয়।

চার রাউন্ড শেষে ১০ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের শীর্ষে আছে পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৯। ছিটকে পড়া আয়াক্স ও আপোয়েলের পয়েন্ট যথাক্রমে ২ ও ১।

‘এইচ’ গ্রুপ থেকে নকআউট পর্ব নিশ্চিত করেছে পর্তুগালের ক্লাব পোর্তো। বুধবার রাতে স্পেনের আথলেতিক বিলবাওকে ২-০ গোলে হারিয়েছে তারা। চার ম্যাচের তিনটিতে জেতা এবং একটিতে ড্র করা পোর্তোর পয়েন্ট ১০।

গ্রুপের অন্য ম্যাচে ব্রাজিলের স্ট্রাইকার লুইস আদ্রিয়ানোর হ্যাটট্রিকে ৫-০ গোলে বেলারুশের বাতে বরিসভকে হারিয়ে নকআউট পর্বে ওঠার সম্ভাবনা উজ্জ্বল করেছে ইউক্রেনের দল শাখতার দোনেৎস্ক। দ্বিতীয় স্থানে থাকা শাখতারের পয়েন্ট ৮।

৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বরিসভ। ১ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা বিলবাওয়ের নকআউট পর্বে ওঠার আশা শেষ।