গোল্ড কাপের ভেন্যু থেকে ফরিদপুর বাদ

জাতীয় গোল্ড কাপ হকির ভেন্যুর তালিকা থেকে বাদ দেয়া হয়েছে ফরিদপুরকে। বাংলাদেশ হকি ফেডারেশন শনিবার সংবাদ সম্মেলনে এ কথা জানায়

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Nov 2014, 12:16 PM
Updated : 1 Nov 2014, 12:34 PM

ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনভীর আদিল খান জানান, ঢাকা, রাজশাহী ও ফরিদপুরের ভেন্যুতে ৩০তম জাতীয় হকি গোল্ড কাপের আয়োজনের পরিকল্পনা ছিল ফেডারেশনের। কিন্তু রাজনৈতিক অস্থিরতার কারণে ফরিদপুরকে বাদ দেয়া হয়েছে।

হরতালের কারণে পিছিয়ে দেয়া হয়েছে গোল্ড কাপের আসরও। ২ নভেম্বরের পরিবর্তে ৫ নভেম্বরে মাঠে গড়াবে এই আসর।

মুক্তিযুদ্ধ চলাকালীন আল-বদর বাহিনীর প্রধান মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর সারা দেশে তিন দিনের হরতাল ডাকে জামায়াতে ইসলামী। যার প্রথম দিন গেছে বৃহস্পতিবার। আগামী রবি ও সোমবারও তাদের হরতালের ঘোষণা রয়েছে।

মোট ২৩টি দল এবারের আসরে অংশ নেবে। তবে গ্রুপ পর্বে লড়বে ১৯ দল। ঢাকার ভেন্যুতে ১৩টি দল চার গ্রুপে এবং রাজশাহীর ভেন্যুতে ৬টি দল দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে।

আর বাংলাদেশ গেমসের সেরা চার দল বাংলাদেশ সেনাবাহিনী, ফরিদপুর জেলা, বিকেএসপি ও ঢাকা জেলা সরাসরি মূল পর্বে খেলবে। বাংলাদেশ গেমসের সেরা চার দল এবং ছয় গ্রুপের চ্যাম্পিয়নসহ মোট ১০ দল নিয়ে হবে মূল পর্ব।

১২ নভেম্বর ঢাকায় মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে শুরু হবে মূল পর্বের খেলা।