মৃত্যুর পরও প্রিয় ফুটবলারের পাশে!

সুসময়ে-দুঃসময়ে ক্লাবের এবং প্রিয় ফুটবলারের পাশে থাকেন সমর্থকেরা। মৃত্যুর পরও যেন সমর্থকরা পাশে থাকতে পারেন, সে উদ্যোগই নিয়েছে ব্রাজিলের শীর্ষস্থানীয় ক্লাব করিন্থিয়ান্স।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2014, 04:43 PM
Updated : 31 Oct 2014, 04:43 PM

ব্রাজিলের ঘরোয়া লিগের অন্যতম সফল ক্লাবটি অর্থের বিনিময়ে প্রিয় ফুটবলারের কবরের পাশে সমর্থকদের সমাধিস্থ হওয়ার সুযোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিবিসি জানিয়েছে, সাও পাওলোর কাছাকাছি করিন্থিয়ান্সের যে কবরস্থান আছে, সেখানে তারা সমর্থকদের জন্য ৭০ হাজার প্লট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ‘আজীবন করিন্থিয়ান্স’ নামের ওই সমাধিক্ষেত্রে ক্লাবটির বেশ কয়েকজন ফুটবল কিংবদন্তির কবর আছে।

প্রিয় ফুটবলারের কবরের পাশে নিজের করবটা চাইলে আগ্রহী সমর্থককে ১ হাজার ৮৭০ থেকে ৩ হাজার ২৪০ ডলার পর্যন্ত ব্যয় করতে হবে। এ দাম নির্ধারিত হবে প্লটের অবস্থান আর খ্যাতনামা ফুটবলারদের কবর থেকে এর দুরত্ব অনুযায়ী।

করিন্থিয়ান্সের সমর্থক সংখ্যা আড়াই কোটির কাছাকাছি, যা ব্রাজিলের ঘরোয়া ক্লাবের সমর্থকগোষ্ঠীর মধ্যে দ্বিতীয় বৃহত্তম।