পেলের কসমসে রাউল

স্পেনের সাবেক তারকা ফুটবলার রাউল গঞ্জালেস যুক্তরাষ্ট্রের ঘরোয়া লিগের ক্লাব নিউ ইয়র্ক কসমসে নাম লিখিয়েছেন।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2014, 03:55 PM
Updated : 31 Oct 2014, 03:55 PM

আগামী মৌসুম থেকে কসমসের জার্সিতে রাউলকে খেলতে দেখা যাবে। চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোল করা রিয়াল মাদ্রিদের এই সাবেক তারকা কসমসের যুব একাডেমির উপদেষ্টা হিসেবেও কাজ করবেন।

ফুটবল কিংবদন্তি পেলে ও ফ্রান্স বেকেনবাওয়ার কসমসের হয়ে খেলেছেন। ঐতিহ্যবাহী এই ক্লাবটিতে যোগ দিতে পেরে রাউল খুশি।

“ফুটবল বিশ্বের সবাই কসমসের নাম এবং এই ক্লাবটির হয়ে অতীতে খেলা তারকাদের জানেন। তারা (সাবেকরা) যুক্তরাষ্ট্রে ফুটবল প্রতিষ্ঠায় সাহায্য করেছেন। তাদের পদাঙ্ক অনুসরণ করতে পেরে আমি সম্মনিত বোধ করছি।”

১৯৯২-৯৩ মৌসুমে স্পেনের সফলতম ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেন রাউল। রিয়ালের হয়ে ৩টি চ্যাম্পিয়ন্স লিগ, ৬টি লা লিগা শিরোপা জয় করেন তিনি। ৭১টি গোল নিয়ে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে রেখেছেন তিনি।

২০১০ সালে রিয়াল ছেড়ে বুন্দেসলিগার দল শালকেতে নাম লেখান রাউল। এরপর আল সাদ ঘুরে কসমসে যোগ দিলেন ৩৭ বছর বয়সী এই ফুটবলার।
তবে কসমস আর এখন যুক্তরাষ্ট্রের শীর্ষ লিগ মেজর লিগ সকারে (এমএলএস) নেই। এর পরের ধাপে নর্থ আমেরিকান সকার লিগে (এনএএসএল) খেলছে ঐহিত্যবাহী ক্লাবটি।