‘রোনালদোর চেয়ে দক্ষ মেসি’

লিওনেল মেসি ও ক্রিস্তিয়ানো রোনালদোর মধ্যে কে সেরা - এ নিয়ে নানা মুনির নানা মত। রাশিয়ার জাতীয় দলের কোচ ফাবিও কাপেল্লোর মতে দক্ষতায় রোনালদোর চেয়ে এগিয়ে আছেন মেসি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2014, 02:47 PM
Updated : 31 Oct 2014, 02:47 PM

লা লিগায় মেসি অনন্য এক রেকর্ডের সামনে দাঁড়িয়ে আছেন। শনিবার সেল্তা ভিগোর বিপক্ষে দুটি গোল করলেই আর্জেন্টিনার এই ফরোয়ার্ড গড়বেন স্পেনের শীর্ষ লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড। ২৫১ গোল নিয়ে ওই তালিকার শীর্ষে আছেন তেলমো সাররা, মেসির গোল ২৫০টি।

গোলগুলো করতে এ পর্যন্ত ২৮৪ ম্যাচ খেলেছেন মেসি। আর লা লিগায় ১৭৩ ম্যাচ খেলে ১৯৩ গোল করেছেন রোনালদো।

এই মৌসুমে লিগে মেসি করেছেন সাত গোল, যা রোনালদোর চেয়ে ৯ গোল আর সতীর্থ নেইমারের চেয়ে দুই গোল কম।

স্পেনের ক্রীড়া বিষয়ক সংবাদপত্র এএসকে কাপেল্লো বলেন, “ক্রিস্তিয়ানো খুব ভালো কৌশল জানা শক্তিশালী এক খেলোয়াড়। কিন্তু মেসির মতো টেকনিক্যাল দক্ষতা তার নেই।”

ইংল্যান্ডের সাবেক কোচ কাপেল্লোর মতে, ক্রিস্তিয়ানো রোনালদো এবং মেসি, দুজনেই অসাধারণ মানের খেলোয়াড় কিন্তু তারা ব্যতিক্রম।

মেসির প্রশংসায় ইতালির এই কোচ বলেন, “লিওনেল মেসির বিপক্ষে খেলা খুব কঠিন। যখন আমি মেসিকে খেলতে দেখেছিলাম, আমি বুঝতে পেরেছিলাম, সে বিশেষ এক জন। সে এমন কিছু করতে পারে যা অন্য খেলোয়াড়রা পারে না।”