গোয়েন্দা নজরদারিতে ক্ষেপেছেন রিয়ালের নাভাস

এক কোটি ইউরো ট্রান্সফার ফিতে লেভান্তে থেকে রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার সময় কোস্টা রিকার গোলরক্ষক কেইলর নাভাস দেশটির কয়েকজন গোয়েন্দার নজরদারিতে ছিলেন। বিষয়টি জানতে পেরে বেজায় ক্ষেপেছেন ব্রাজিল বিশ্বকাপে নজরকাড়া এই গোলরক্ষক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2014, 11:25 AM
Updated : 31 Oct 2014, 11:25 AM

এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্ষুব্ধ নাভাস।

“আমি ক্ষুব্ধ, আমার এবং আমার পরিবারের গোপনীয়তা ক্ষুন্ন হয়েছে। কোস্টা রিকায় আমি আমার আইনজীবিদের প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিতে বলেছি।”

২৭ বছর বয়সী নাভাসের উপর নজর রাখার বিষয়টি সম্প্রতি উদঘাটিত করেছে দেশটির বিচার বিভাগীয় তদন্তকারী সংস্থা। সংস্থাটি জানায়, ২৪ জন গোয়েন্দা ওই খেলোয়াড়ের বিভিন্ন ব্যক্তিগত তথ্য ঘাটাঘাটি করে।

নাভাসের ওপর ‘নজরদারি’ অন্যায় ছিল উল্লেখ করে সংস্থাটির পরিচালক ফ্রান্সিসকো সেগুরা জানান, কাউকে নিয়ে তদন্ত চলার সময়ই শুধু গোয়েন্দারা তার তথ্য নিয়ে ঘাটাঘাটি করতে পারে। কিন্তু যথাযথ কারণ ছাড়া কারো ওপর নজর রাখা আইনের লঙ্ঘন।