ব্রাজিলের অলিম্পিক দলে থাকছেন নেইমার

সর্বোচ্চ পাঁচবার বিশ্বকাপ জিতলেও অলিম্পিক ফুটবলের সোনাটা এখনও পাওয়া হযনি ব্রাজিলের। নিজেদের দেশে অলিম্পিকের আগামী আসরে সাফল্য পাওয়ার জন্য ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমারকে ঘিরে তাই পরিকল্পনা সাজাচ্ছেন ফুটবল কর্মকর্তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 31 Oct 2014, 09:31 AM
Updated : 31 Oct 2014, 09:31 AM

২০১৬ সালের অগাস্টে রিও দি জেনেইরো অলিম্পিকে দেশের সেরা তারকা নেইমালের খেলার বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির অলিম্পিক ফুটবল দলের ম্যানেজার।
অলিম্পিক ফুটবলে অনূর্ধ্ব-২৩ দল অংশ নিলেও তিনজন ‘সিনিয়র’ খেলোয়াড় নেয়া যায়।

ব্রাজিলের অলিম্পিক ফুটবল দলের ম্যানেজার আলেশান্দ্রে গালো জানান, তিন সিনিয়র খেলোয়াড়ের একজন অবশ্যই হবেন ২২ বছর বয়সী নেইমার।
“আমি (২৩ বছরের বেশি বয়সী) তিন জন খেলোয়াড় নেব। এর এক জন হবে নেইমার। তাকে ছাড়া আপনি ব্রাজিলের ফুটবল চিন্তা করতে পারেন না।”
রিও দি জেনেইরোর মারাকানা স্টেডিয়ামে এবারের বিশ্বকাপ ট্রফিটা ছোঁয়া হয়নি ব্রাজিলের। এই শহরেই এবার অলিম্পিক ফুটবলের সোনাটা জেতার জন্য দুই বছর আগে থেকে তাই নেইমারকে নিয়ে ছক কষছে ব্রাজিল।