এসপানিওলকে হারিয়ে কাতালান সুপার কাপ বার্সার

বার্সেলোনার জাদুঘরে যোগ হলো আরেকটি টুর্নামেন্টের ট্রফি। নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো আয়োজিত কাতালান সুপার কাপের শিরোপা জিতেছে লুইস এনরিকের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2014, 04:33 AM
Updated : 30 Oct 2014, 04:33 AM

বুধবার রাতে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচ পেনাল্টি শুটআউটে গড়ায়। টাইব্রেকারে ৪-২ ব্যবধানে জিতে স্পেনের কাতালুনিয়া অঞ্চলের ক্লাবগুলোকে নিয়ে আয়োজিত টুর্নামেন্টটির ট্রফি জিতে নেয় বার্সেলোনা।

মেসি ও নেইমার না খেললেও লুইস সুয়ারেসসহ মূল দলের নয়জন ছিলেন এ ম্যাচের শুরুর একাদশে। ম্যাচের পঞ্চদশ মিনিটেই গোলরক্ষকের মাথার ওপর দিয়ে সুয়ারেসের লবে হেড করে বার্সেলোনাকে এগিয়ে দেন জেরার্দ পিকে। বিরতির পর আরবিয়ার গোলে সমতা ফেরায় এসপানিওল। সমতা থাকায় নির্ধারিত ৯০ মিনিট শেষেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে।
বার্সেলোনা ও এসপানিওল আগে খেলতো আঞ্চলিক টুর্নামেন্ট কোপা কাতালুনিয়াতে। তবে এ মৌসুম থেকে লা লিগার এই দুই ক্লাবকে নিয়ে কাতালান সুপার কাপ আয়োজন করা হচ্ছে। বাকি ক্লাবগুলো খেলবে আগের টুর্নামেন্টই। কোপা কাতালুনিয়ার আগের দুটো ফাইনালেও এসপানিওলকে হারিয়েছিল বার্সেলোনা।