মহাকাশ থেকে রাশিয়া বিশ্বকাপের লোগো উন্মোচন

উন্মোচিত হলো রাশিয়া ২০১৮ বিশ্বকাপের লোগো। আয়োজক দেশের ঐতিহ্যের স্বাক্ষর রাখা এই লোগো উন্মোচন করা হয় আন্তর্জাতিক মহাকাশ স্টেশন থেকে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Oct 2014, 11:55 AM
Updated : 29 Oct 2014, 11:55 AM

লোগোর বিশ্বকাপ ট্রফিতে রাশিয়ার পতাকার লাল ও নীল রং রাখা হয়েছে। সঙ্গে আছে বিশ্বকাপ ট্রফির সোনালী রঙও।

‘রাশিয়ার সমৃদ্ধ শৈল্পিক ঐতিহ্য এবং তাদের অর্জন ও উদ্ভাবনের ইতিহাস’ এ অনুপ্রাণিত হয়ে নকশাটি করা হয়েছে।

২০১০ সালে ভোটে ইংল্যান্ড, স্পেন-পর্তুগাল ও নেদারল্যান্ডস-বেলজিয়ামকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ আয়োজনের সুযোগ পায় রাশিয়া।