মধ্যমাঠের সেরা মদ্রিচ, ইনিয়েস্তা

২০১৩-১৪ মৌসুমের লা লিগায় সেরা মিডফিল্ডার পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদের লুকা মদ্রিচ। আর সেরা আক্রমণাত্মক মিডফিল্ডারের স্বীকৃতি পেয়েছেন বার্সেলোনার আন্দ্রেস ইনিয়েস্তা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Oct 2014, 04:39 PM
Updated : 28 Oct 2014, 04:39 PM

সোমবার রাতে এক অনুষ্ঠানে ক্রোয়েশিয়ার খেলোয়াড় মদ্রিচের ও স্পেনের ইনিয়েস্তার হাতে পুরস্কার তুলে দেয় লা লিগা কর্তৃপক্ষ।

সেরা মিডফিল্ডার হতে মদ্রিচ পেছনে ফেলেন আতলেতিকো মাদ্রিদের গাবি ফের্নান্দেস এবং বার্সেলোনার সের্হিও বুসকেতসকে।

গত মৌসুমে ক্লাবের হয়ে লিগে ৩৪ ম্যাচে খেলে একটি গোল করেন মদ্রিচ। ছয়টি গোলে সহায়তা করেন তিনি।

আর সেরা আক্রমণাত্মক মিডফিল্ডার হতে ইনিয়েস্তা পেছনে ফেলেন ওই সময়ে সেভিয়ার হয়ে খেলা ইভান রাকিতিচ এবং আতলেতিকোর কোকেকে।

গেল মৌসুমে লিগে ৩৫ ম্যাচ খেলে তিনটি গোল করেন ইনিয়েস্তা; গোলে সহায়তা করেন সাতটিতে।