বড় ব্যবধানে জয় চেয়েছিলেন বাংলাদেশ কোচ

পাঁচ ম্যাচ পর বাংলাদেশ জয় পাওয়ায় খুবই খুশি বাংলাদেশ কোচ সাইফুল বারী টিটো। তবে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের ব্যবধানটা আরেকটু বড় না হওয়ায় শতভাগ সন্তুষ্ট নন তিনি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2014, 03:44 PM
Updated : 27 Oct 2014, 03:44 PM

রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে সোমবার শ্রীলঙ্কাকে একমাত্র গোলে হারায় বাংলাদেশ। ২০১১ সালে লেবাননের বিপক্ষে বিশ্বকাপ প্রাক বাছাইয়ের পর এই প্রথম নিজেদের মাঠে জিতলো বাংলাদেশ।

সাবেক কোচ লোডভিক ডি ক্রুইফের বদলে মামুনুলদের দায়িত্ব নিয়ে জয় পাওয়ায় কোচ টিটোর যেন খুশির অন্ত নেই।

“শ্রীলঙ্কার বিপক্ষের দুটি প্রীতি ম্যাচই দর্শকদের বিনোদন দিয়েছে। রাজশাহীতে এসে আমরা জয় পেয়েছি। আমরা খুবই খুশি।”

গত শুক্রবার যশোরে প্রথম প্রীতি ম্যাচে প্রথমে এগিয়ে গিয়েও ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ।

টিটো আরো বলেন, “কোনো কোচই দলের পারফরম্যান্সে শতভাগ খুশি হতে পারে না। আমিও শতভাগ খুশি নই। স্কোরলাইন ২-০ বা ৩-০ হলে আমি আরো বেশি খুশি হতাম।”

জয়ের আনন্দে সামনের দিকে এগিয়ে যাওয়ার কথাও বলেন টিটো।

“এগিয়ে যাওয়াটা আসলে একটা ধারাবাহিক প্রক্রিয়া। আমরা যত বেশি ম্যাচ খেলতে পারব, তত বেশি এগিয়ে যেতে পারব।”

এদিকে, যোগ্য দল হিসেবে বাংলাদেশ জিতেছে বলে মামুনুলদের প্রশংসা করেন শ্রীলঙ্কার কোচ নিকোলা কাভাজোভিচ। বাংলাদেশের মানুষকেও তাদের উষ্ণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ জানান তিনি।