জয়ের আনন্দে ব্যথা ভুললেন মামুনুল

চোটের কারণে পুরো ম্যাচ খেলতে পারেননি মামুনুল ইসলাম। কিন্তু ম্যাচ শেষে চোটের ব্যথার কথা যেন বেমালুম ভুলেই গেলেন বাংলাদেশ অধিনায়ক। আসলে চোটের ব্যথা মিলিয়ে গেছে জয়ের আনন্দে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Oct 2014, 02:00 PM
Updated : 27 Oct 2014, 02:03 PM

রাজশাহীতে সোমবার শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ম্যাচে ১-০ গোলে জয় পায় বাংলাদেশ ফুটবল দল। জয়সূচক গোলটি করেন জাহিদ হাসান এমিলি।

ম্যাচের ৩৮তম মিনিটে হঠাৎই ডান পায়ের মাংশপেশিতে হাত দিয়ে শুয়ে পড়েন মামুনুল। এরপর আর খেলা হয়নি তার।

ম্যাচ শেষে মামুনুল বলেন, “ঝুঁকি নিয়ে হলেও খেলতে চেয়েছিলাম, কিন্তু দেখলাম ব্যথা পাওয়া জায়গাটা ধীরে ধীরে আরো শক্ত হয়ে যাচ্ছে। এ কারণে আর মাঠে নামতে পারিনি। তবে দল জেতায় দারূণ খুশি আমি।”

যশোরের প্রথম প্রীতি ম্যাচে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে বাংলাদেশ। প্রথম ম্যাচের হতাশা রাজশাহীতে কাটাতে পেরে আনন্দিত মামুনুল।

“যশোরেও আমরা জিততে চেয়েছিলাম, কিন্তু পারিনি। তার আগে সিলেটে নেপালের কাছে হেরেছিলাম। মাঠে আসা দর্শকদের জয় উপহার দেয়ার ইচ্ছা ছিল। রাজশাহীতে এসে তা পূরণ করতে পারায় আমরা খুশি।”

মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামের গ্যালারি কানায় কানায় ভর্তি ছিল। আয়োজকদের দেয়া তথ্য তিরিশ হাজার ফুটবলপ্রেমী স্টেডিয়ামে এসেছিলেন। তাদের মন ভরিয়ে দিয়ে বাংলাদেশকে পাঁচ ম্যাচ পর জয় এনে দেন এমিলি।

জয়ে ফেরায় বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে মামুনুলের চাওয়াও বেড়েছে।

“সিলেট ও যশোরের মতো রাজশাহীর দর্শকদের বিমুখ করিনি আমরা; তাদেরকে জয় উপহার দিয়েছি। আশা করি বাফুফে জেলায় জেলায় এমন আরো ম্যাচ আয়োজন করবে।”

এর আগে দেশের মাটিতে বাংলাদেশের সর্বশেষ জয়টি ২০১১ সালের জুলাইয়ে। সেবার বিশ্বকাপের প্রাক বাছাইয়ে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ২-০ গোলে লেবাননকে হারিয়েছিল বাংলাদেশ।

শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচের জয়ে তিন বছরের বেশি সময় পর দেশের মাটিতে আন্তর্জাতিক ম্যাচ জিতল বাংলাদেশ।