ইতিহাসের সবচেয়ে দামি ম্যাচ!

ক্রিস্তিয়ানো রোনালদো, লিওনেল মেসি, হামেস রদ্রিগেস, নেইমার, লুইস সুয়ারেস...নতুন মৌসুমের প্রথম 'ক্লাসিকা' তারকায় ঠাসা। শুধু তারকার দিক থেকেই নয়, তাদের দামের কারণেও রিয়াল মাদ্রিদ আর বার্সেলোনার এবারের দ্বৈরথটি অনন্য। তারকাদের মূল্যের দিক থেকে ফুটবলের সবচেয়ে বেশি দামি ম্যাচ হতে যাচ্ছে এটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Oct 2014, 08:39 AM
Updated : 25 Oct 2014, 08:39 AM

চোটের কারণে গ্যারেথ বেল এই ম্যাচে খেলতে পারবেন না। রিয়াল মাদ্রিদের ৮ কোটি ৫০ লাখ পাউন্ডের এই ফরোয়ার্ডকে ছাড়াই সান্তিয়াগো বের্নাবেউয়ের এই ম্যাচে মাঠে নামছে প্রায় ৬৩ কোটি ৯০ লাখ পাউন্ড মূল্যের তারকারা।

শুরুর একাদশ আর বেঞ্চের সম্ভাব্য খেলোয়াড়দের মিলিয়েই এই মূল্য ধরা হয়েছে।

রিয়াল মাদ্রিদ দলে বেলের সঙ্গে নেই ফাবিও কোয়েন্ত্রাও। তবু বার্সেলোনার চেয়ে তাদের দলের খেলোয়াড়দের মূল্য ৮ কোটি ৩০ লাখ পাউন্ড বেশি।

বার্সেলোনার খেলোয়াড়দের অনেকেই ক্লাবটির যুব প্রকল্প লা মাসিয়া থেকে এসেছে বলে তাদের পেছনে কোনো খরচ হয়নি।

লিওনেল মেসি, আন্দ্রেস ইনিয়েস্তা, সের্হিও বুসকেতসদের মূল্য অন্যান্য তারকাদের চেয়ে কম বলা যাবে না। লা মাসিয়া থেকে আসা এইসব তারকাদের বাজারমূল্য বিবেচনায় আনলে ম্যাচটিতে তারকাদের মূল্য প্রায় ১০০ কোটি পাউন্ডই হবে।