আর্জেন্টিনার লামেলার ‘অবিশ্বাস্য’ গোল

ইউরোপা লিগে টটেনহ্যাম আর অ্যাস্টেরাস ট্রিপোলিসের ম্যাচে অনেক ঘটনাই ঘটেছে। টটেনহ্যামের হ্যারি কেন হ্যাটট্রিক করেছেন, গোলরক্ষক উগো লিওরিস লাল কার্ড দেখেছেন; কিন্তু সবকিছু ম্লান করে দিয়েছে তাদের আর্জেন্টাইন খেলোয়াড় এরিক লামেলার 'অবিশ্বাস্য' একটি গোল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2014, 10:05 AM
Updated : 24 Oct 2014, 10:05 AM

নিজেদের মাঠ হোয়াইট হার্ট লেনে ইউরোপা লিগের গ্রুপ পর্বে বৃহস্পতিবার গ্রিসের ক্লাব অ্যাস্টেরাসকে ৫-১ গোলে হারায় ইংলিশ প্রিমিয়ার লিগের দল টটেনহ্যাম।

ম্যাচের ৩০তম মিনিটে অসাধারণ গোলটি করেন লামেলা। ২০ গজ দূর থেকে তার ‘রাবোনা কিকে’ গোলটি সত্যিই দেখার মতো ছিল।

নিজের দিকে গড়িয়ে আসা বলটি কিক নিতে গিয়ে আগে বাঁ পা ফেলেন লামেলা। এরপর বাঁ পায়ের পেছনে ঘুরিয়ে আনা ডান পা দিয়ে বাঁকানো কিকে বল জালে পাঠান তিনি। গোলরক্ষক তাই বলের দিকই বুঝতে পারেননি।

১৯৪৮ সালে আর্জেন্টিনায় এস্তুদিয়ান্তেস দে লা প্লাতা ও রোসারিও সেন্ত্রালের ম্যাচে রিকার্দো ইনফান্তে এমন কিক প্রথম নেন এবং গোল করেন। পরে এ ধরণের শট ‘রাবোনা কিক’ নামে পরিচিত হয়।

লামেলার রাবোনা কিক নিয়ে উচ্ছ্বসিত তার কোচ আর সতীর্থরা।

কোচ মাওরিসিও পচেত্তিনো বলেন, “এটা বিশাল এক গোল, অসাধারণ গোল, অবিশ্বাস্য এক গোল।”

টটেনহ্যাম ডিফেন্ডার ইয়ান ভার্টনেন গোলটি দেখে বিস্ময়ে বিমূঢ় হয়ে গিয়েছিলেন।

“আমি বিস্মিত হয়ে যাই। দুই মিনিট আমি শুধু এই গোলটি নিয়েই ভেবেছি।”

লামেলার এই গোলে ব্যবধান ২-০ করে টটেনহ্যাম। এরপর আরো একটি গোল করেন লামেলা। আর হ্যাটট্রিক পূর্ণ করেন কেন।

লাল কার্ড দেখে লিওরিস মাঠ ছাড়ার পর গোল পোস্ট আগলানোর দায়িত্ব নেন কেন।