প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা শ্রীলঙ্কা কোচের

স্বাগতিক বলে বাংলাদেশকে এগিয়ে রাখছেন শ্রীলঙ্কা দলের কোচ নিকোলা কাভাজোভিচ। তবে তার দল ছেড়ে কথা না বলবে না বলে জানিয়েছেন সার্বিয়ার এই কোচ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 12:15 PM
Updated : 23 Oct 2014, 12:15 PM

যশোরের শামসুল হুদা স্টেডিয়ামে শুক্রবার প্রীতি ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। এ ম্যাচ সামনে রেখে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে কাভাজোভিচ জানালেন, ভালো কিছুর আশা নিয়ে নামবে তার দল।

“এ ম্যাচটিকে আমরা ভীষণ গুরুত্ব দিচ্ছি। জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামব আমরা।”
শ্রীলঙ্কার এই দলের ফুটবলারদের গড় বয়স ২২ বছরের নিচে। অতিথিদের তুলনায় বাংলাদেশ দল বেশ অভিজ্ঞ। তবে নিজের দলটিকে ‘অনভিজ্ঞ’ বলতে রাজি নন শ্রীলঙ্কা কোচ।

“দেখুন, আমার অভিধানে অভিজ্ঞতা শব্দের অর্থ অনেক বড়। আমার কাছে তরুণ মানে অনভিজ্ঞ নয়। এমন অনেক তরুণ আছে, যারা অনেক অভিজ্ঞ। আবার অনেক বয়সী খেলোয়াড় আছে, যারা খুব একটা জানে না।”

“এই দলটিকে আমি অনভিজ্ঞ বলতে চাই না। হেরে গেলে তরুণ দল বলে আমি কোনো অজুহাতও দেখাব না”, যোগ করেন তিনি।

২০১৫ সালের সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি নিতে বাংলাদেশ সফরে আসার বিষয়টি ঢাকায় বসেই জানিয়েছিলেন নিকোলা। যশোরে এসেও বললেন একই কথা।

ম্যাচটি পরিচালনা করবেন বাংলাদেশের রেফারি। সংবাদ সম্মেলনে রেফারির কাছে ‘নিরপেক্ষতা’র আশাও জানিয়েছেন শ্রীলঙ্কা কোচ।

“এ ম্যাচটি পরিচালনা করবেন বাংলাদেশের রেফারি। আশা করি, ম্যাচের ৯০ মিনিট তিনি অন্তত ভুলে যাবে, কোন দেশের তিনি।”