বালোতেল্লির কাণ্ডে ক্ষুব্ধ রজার্স

মারিও বালোতেল্লি আর বিতর্ক যেন সমার্থক শব্দ। চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে আরেকটি বিতর্কের জন্ম দিলেন লিভারপুলের এই ফরোয়ার্ড। ম্যাচ বিরতিতে প্রতিপক্ষের ডিফেন্ডার পেপের সঙ্গে জার্সি বিনিময় করে কোচ ব্রেন্ডন রজার্সের তোপের মুখেও পড়েছেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Oct 2014, 09:19 AM
Updated : 23 Oct 2014, 09:19 AM

নিজেদের মাঠ অ্যানফিল্ডে বুধবার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের কাছে ৩-০ গোলে হারে লিভারপুল। তিনটি গোলই প্রথমার্ধে খায় তারা।

৩-০ গোলে পিছিয়ে থেকে বিরতির সময় মাঠ ছাড়তে গিয়ে টানেলে পেপের সঙ্গে বালোতেল্লির জার্সি বিনিময়টা ভালো ভাবে নেননি রজার্স।

ম্যাচ শেষে লিভারপুল কোচ বলেন, “তোমার এটা করতে হলে ম্যাচ শেষে।”

ইতালির ক্লাব এসি মিলান থেকে এ মৌসুমেই লিভারপুলে নাম লেখান বালোতেল্লি। অ্যানফিল্ডে সময়টা তার একদমই ভালো কাটছে না। ইংলিশ প্রিমিয়ার লিগে ৬টি ম্যাচ খেলে একটিও গোল পাননি ইতালির এই ফরোয়ার্ড।
ভালো খেলতে তো পারছেনই না, মাঠের বাইরে উপহার দিয়ে যাচ্ছেন নানা রকমের বিতর্ক। শেষ পর্যন্ত বালোতেল্লির অ্যানফিল্ড-ভবিষ্যৎ কী হয় কে জানে!