রোনালদোকে ছোঁয়ার পর মেসির ‘ক্লাসিকো’ ভাবনা

আয়াক্সের বিপক্ষে একটি গোল করে ক্রিস্তিয়ানো রোনালদোকে ছুঁয়ে ফেললেন লিওনেল মেসি। স্পেনের লা লিগার মতো চ্যাম্পিয়ন্স লিগে সর্বোচ্চ গোলের রেকর্ডটাও হাতছানি দিয়ে ডাকছে তাকে। তবে রেকর্ড নয়, বার্সেলোনা তারকার ভাবনায় আপাতত শুধুই রিয়াল মাদ্রিদের বিপক্ষে ‘ক্লাসিকো’ জয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 02:06 PM
Updated : 22 Oct 2014, 02:06 PM

স্পেনের লা লিগায় শনিবার রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো বের্নাবেউতে গুরুত্বপূর্ণ এই লড়াইয়ে নামবে বার্সেলোনা।

রিয়ালের বিপক্ষে একটি গোল করতে পারলেই তেলমো সাররার সঙ্গে যৌথভাবে স্পেনের লা লিগার সর্বোচ্চ গোলদাতার রেকর্ডের (২৫১ গোল) মালিক হবেন মেসি।

দারুণ ফর্মে থাকা মেসির আত্মবিশ্বাস এই ম্যাচের আগে আরো বেড়ে গেছে চ্যাম্পিয়ন্স লিগে ৬৯তম গোল করে। রাউল গনসালেসের সর্বোচ্চ গোলের রেকর্ড থেকে মাত্র আর দুটি গোল দূরে মেসি।

ক্লাব ফুটবলে মেসির তুমুল প্রতিদ্বন্দ্বী রোনালদোর গোল সংখ্যাও চ্যাম্পিয়ন্স লিগে ৬৯টি।

চ্যাম্পিয়ন্স লিগে গোলের রেকর্ড বা স্পেনের লা লিগায় সর্বোচ্চ গোলের রেকর্ড ক্লাসিকোর আগে খুব একটা টানছে না মেসিকে।

”রেকর্ড কম গুরুত্বপূর্ণ, বেশি গুরুত্বপূর্ণ হলো ভালো একটি ম্যাচ খেলা এবং জয় পাওয়া। এটা এল ক্লাসিকো, এটা জেতাটা দারুণ হবে।”