রেকর্ড জয়কে ‘কাকতালীয়’ বলছেন বায়ার্ন কোচ

চ্যাম্পিয়ন্স লিগে রোমার বিপক্ষে পাওয়া অসাধারণ জয়টিকে ‘কাকতালীয়’ বলে মনে করেছেন বায়ার্ন মিউনিখের কোচ পেপ গার্দিওলা। ইতালির দলটির বিপক্ষে পরের ম্যাচেই এটা সবাই টের পাবে বলেও মনে করেন তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 12:51 PM
Updated : 22 Oct 2014, 12:51 PM

রোমার মাঠে মঙ্গলবার স্বাগতিকদের ৭-১ গোলে উড়িয়ে দেয় বায়ার্ন। চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষের মাঠে এটিই বায়ার্নের সবচেয়ে বড় জয়। তবে ক্লাব রেকর্ড গড়া এই জয়টিকে নিজের কাছেই অদ্ভুতুড়ে লাগছে গার্দিওলার।

“এটা কাকতালীয় ঘটনা। ৭-১ গোলে জেতাটা স্বাভাবিক নয়।”

এমন ফল কখনোই দুই দলের সঠিক পার্থক্য বোঝায় না বলেই মনে করেন বার্সেলোনার সাবেক কোচ।

ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে তাই উচ্ছ্বাসে ভেসে না গিয়ে দলকে বরং সতর্কই করলেন গার্দিওলা।

“আমাদের কিছু জায়গায় উন্নতি করতে হবে এবং এর মধ্যে একটি হচ্ছে দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা রোমাকে অনেক সুযোগ দিয়েছি।”

৩৫ মিনিটের মধ্যে বায়ার্ন ৫-০ গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচটি অস্বাভাবিক হয়ে যায় বলে মনে করেন বায়ার্ন কোচ।

“এই ম্যাচটা ব্যতিক্রম, একটা আকস্মিক ব্যাপার। দুই দলের মধ্যে পার্থক্য নয় এটা, আমরা তা দুই সপ্তাহের মধ্যে দেখব।”