শাখতারের রেকর্ড জয়ে ব্রাজিলিয়ানদের ৭ গোল

চ্যাম্পিয়ন্স লিগে শাখতার দোনেৎস্ককে রেকর্ড গড়া এক জয় এনে দিয়েছেন ব্রাজিলের ফুটবলাররা। বাতে বরিসভের বিপক্ষে ইউক্রেনের ক্লাবটির ৭-০ ব্যবধানের জয়ের ৭টি গোলই করেছেন তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 08:02 AM
Updated : 22 Oct 2014, 08:02 AM

বাতে বরিসভের মাঠে মঙ্গলবার শাখতারের গোলগুলো করেন ব্রাজিলের তিন ফুটবলার লুইস আদ্রিয়ানো, দগলাস কস্তা ও তেইশেইরা।

প্রতিপক্ষের মাঠে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে বড় জয়ের রেকর্ড ছোঁয়া শাখতারের পক্ষে গোল করায় এদিন অনন্য ছিলেন আদ্রিয়ানো। একাই ৫ গোল করেন তিনি।

এই ৫ গোল করে কয়েকটি ব্যক্তিগত রেকর্ডও গড়েন আদ্রিয়ানো। চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে সর্বোচ্চ ৫ গোল করা লিওনেল মেসির রেকর্ড ছুঁয়েছেন তিনি।

২৭ বছর বয়সী আদ্রিয়ানোর ৫টি গোলের চারটিই প্রথমার্ধের ২৮, ৩৭, ৪০ ও ৪৪তম মিনিটে। ১৭ মিনিটের মধ্যে তার করা ৪ গোল চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম চার গোলের রেকর্ড।

চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে প্রথমার্ধেই চার গোল এর আগে কেউ করতে পারনি। এই রেকর্ডটিও এখন আদ্রিয়ানোর।

১১তম মিনিটে বাতে বরিসভের জালে শাখতারের গোলবন্যার শুরুটা করেন ব্রাজিলের আক্রমণাত্মক মিডফিল্ডার তেইশেইরা। আর দগলাস তার গোলটি করেন ৩৫তম মিনিটে।

এই জয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে ‘এইচ’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে শাখতার। আথলেতিক বিলবাওকে ২-১ গোলে হারিয়ে সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পোর্তো।