ব্রাজিল স্ট্রাইকারের অনন্য রেকর্ড

চ্যাম্পিয়ন্স লিগে গোলবন্যার এক রাতে অনন্য একটি রেকর্ড গড়েছেন ব্রাজিলের লুইস আদ্রিয়ানো। মঙ্গলবার বাতে বরিসভের মাঠে ৭-০ ব্যবধানের জয়ে শাখতার দোনেৎস্কের এই স্ট্রাইকার একাই করেছেন ৫ গোল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Oct 2014, 07:33 AM
Updated : 22 Oct 2014, 07:33 AM

চ্যাম্পিয়ন্স লিগের এক ম্যাচে এর আগে সর্বোচ্চ ৫ গোল করার রেকর্ড ছিল বার্সেলোনা তারকা লিওনেল মেসির। ২০১২ সালে বায়ার লেভারকুজেনের বিপক্ষে এই রেকর্ড গড়েছিলেন আর্জেন্টিনা ফরোয়ার্ড।

২৭ বছর বয়সী আদ্রিয়ানোর ৫টি গোলের চারটিই প্রথমার্ধের ২৮, ৩৭, ৪০ ও ৪৪তম মিনিটে। ১৭ মিনিটের মধ্যে তার করা ৪ গোল চ্যাম্পিয়ন্স লিগে দ্রুততম চার গোলের রেকর্ড।

চ্যাম্পিয়ন্স লিগের কোনো ম্যাচে প্রথমার্ধেই চার গোল এর আগে কেউ করতে পারনি। এই রেকর্ডটিও এখন আদ্রিয়ানোর।
আদ্রিয়ানো তার পঞ্চম গোলটি করেন ৮২তম মিনিটে।
অসাধারণ সব কীর্তি গড়তে পেরে দারুণ খুশি একসময় ব্রাজিলের অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলা এই স্ট্রাইকার।
“আমার রেকর্ড দলকে সাহায্য করেছে বলে আমি রোমাঞ্চিত। এটা ছিল দারুণ আর ঐতিহাসিক জয়।”