চেলসির বিশাল জয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে বিশাল জয় পেয়েছে চেলসি। স্লোভেনিয়ার ক্লাব মারিবোরকে ৬-০ গোলে হারিয়েছে জোসে মরিনিয়োর দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 09:31 PM
Updated : 21 Oct 2014, 09:31 PM

চোটের কারণে দারুণ ফর্মে থাকা দিয়েগো কস্তাকে ছাড়াই এই ম্যাচে খেলতে নামে চেলসি। তবে প্রথমার্ধেই কোচ জোসে মরিনিয়োর সব দুশ্চিন্তা দূর করে দেন টেরি-দ্রগবারা।

মঙ্গলবার রাতে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ত্রয়োদশ মিনিটে লোইক রেমির গোলে এগিয়ে যায় চেলসি। জন টেরির লম্বা পাস নিয়ন্ত্রনে নিয়ে অনেকটা দৌড়ে ডি বক্সের বাইরে দুই জনকে খেলোয়াড়কে এড়িয়ে বাঁ পায়ের শটে বল জালে জড়ান ফরাসি স্ট্রাইকার রেমি।

নয় মিনিট পর অতিথিদের ডি বক্সে তাদের এক জন খেলোয়াড়ের হাতে বল লাগলে পেনাল্টি পায় চেলসি। তা থেকে ব্যবধান দ্বিগুণ করেন দ্রগবা। এর ফলে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১২ আসরের সবকটিতেই গোল করার কৃতিত্ব গড়লেন আইভরি কোস্টের স্ট্রাইকার দ্রগবা।

৩১তম মিনিটে ব্যবধান ৩-০ করেন অধিনায়ক জন টেরি। ডি বক্সের মধ্যে ডান দিক থেকে দেয়া সেস ফাব্রেগাসের বাড়ানো বলে ছোট ডি'র মধ্যে আলতো টোকায় লক্ষ্যভেদ করেন এই ইংলিশ খেলোয়াড়।

তিন গোলে এগিয়ে থেকে দ্বিতীয়ার্ধে খেলতে নামা লন্ডনের ক্লাবটি ৫৪তম মিনিটে প্রতিপক্ষের ভুলে চতুর্থ গোলও পেয়ে যায়। গোলটি আত্মঘাতী ছিল।

৭৭তম মিনিটে সার্বিয়ার ডিফেন্ডার ব্রানিস্লাভ ইভানোভিচকে ডি বক্সের মধ্যে ফাউল করলে পেনাল্টি পায় চেলসি। তা থেকেই ব্যবধান ৫-০ করেন এডেন হ্যাজার্ড।

আর নির্ধারিত সময়ের শেষ মিনিটে মারিবোরের জালে ষষ্ঠ গোলটি করেন বেলজিয়ামের ফরোয়ার্ড হ্যাজার্ড।

তিন ম্যাচে দুই জয় আর এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে চেলসি।

৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে শালকে। গ্রুপের অন্য ম্যাচে স্পোর্তিংকে ৪-৩ গোলে হারিয়েছে জার্মানির ক্লাবটি।

২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে মারিবোর। চতুর্থ স্থানে থাকা স্পোতিংয়ের পয়েন্ট ১।