আবারও মেসি-নেইমারে বার্সার জয়

বার্সেলোনার জয়ে আবারও গোল করলেন লিওনেল মেসি আর নেইমার। দলের সবচেয়ে বড় দুই তারকার গোলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আয়াক্স আমস্টার্ডামকে ৩-১ হারিয়েছে লুইস এনরিকের দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 08:52 PM
Updated : 21 Oct 2014, 09:34 PM

মঙ্গলবার রাতে ক্যাম্প নউতে ৭৯ হাজারেও বেশি দর্শকের সামনে সপ্তম মিনিটেই মেসি-নেইমার জুটিতে এগিয়ে যায় বার্সেলোনা। আড়াআড়ি দৌড়ে আয়াক্স ডিভেন্ডারদের বোকা বানিয়ে মেসি বাঁয়ে নেইমারের দিকে বল বাড়িয়ে দেন। মৌসুমজুড়ে দারুণ ফিনিশিং করে যাওয়া নেইমার ডান কোনা দিয়ে বল জালে জড়িয়ে দেন। চ্যাম্পিয়ন্স লিগের ৩ ম্যাচে এটা দারুণ ফর্মে থাকা ব্রাজিল ফরোয়ার্ডের দ্বিতীয় গোল।

এ মৌসুমে ১০ ম্যাচে ১০টি গোল করলেন নেইমার যার ৫টিতে অবদান রেখেছেন মেসি। গোলের পরই দু’জনে মিলে উদযাপনের দৃশ্যটাও তাই বার্সেলোনা সমর্থকদের চেনা দৃশ্য হয়ে দাঁড়িয়েছে।

দ্বিতীয় গোলটি করতেও বেশি দেরি করেনি বার্সেলোনা। ম্যাচের ২৪তম মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তার ডিফেন্সচেরা পাস ডি বক্সের ভেতর দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়েই জালে জড়িয়ে দেন মেসি। চ্যাম্পিয়ন্স লিগে ক্রিস্তিয়ানো রোনালদোর সমান ৬৯ গোল হলো তার। রিয়ালের সাবেক তারকা রাউলের ৭১ গোলের রেকর্ড ভাঙার লড়াইয়ে আছেন দুজনেই।

পাঁচ মিনিট পর মেসি আবার বাঁয়ে দারুণ পাস দিয়েছিলেন নেইমারকে। নেইমার বলটা ছাড়লে ফাঁকায় পান পেদ্রো। কিন্তু দুর্ভাগ্য তার, কোনাকুনি শটে বলটা লাগে ডান গোলপোস্টে।

৩৯তম মিনিটে বল নিয়ে পায়ের জাদুতে আয়াক্স ডিফেন্ডারদের বোকা বানিয়ে ডিবক্সে ঢুকে পড়েন ইনিয়েস্তা। স্পেন মিডফিল্ডারের তুলে মারা বলটি কোনোমতে ঠেকিয়ে দেন গোলরক্ষক ইয়েসপার সিলেসেন।

প্রথমার্ধে গোলের ভালো কোনো সুযোগ তৈরি করতে পারেনি আয়াক্স। বার্সার গোলে প্রথম শটই তারা নিতে পারে ৪০তম মিনিটে।

দ্বিতীয়ার্ধ শুরুর পর নেইমারের পাস থেকে লক্ষ্যভ্রষ্ট শট মারেন মেসি। একটু পর পেদ্রোর শট গোলরক্ষক ঠিকমতো ঠেকাতে না পারায় বল জালে জড়ান মেসি। তবে লাইন্সম্যান আগেই অফসাইডের পতাকা তুলে রেখেছিলেন।

৫১তম মিনিটে আবারও ডি-বক্সে ডিফেন্ডারদের নাচান মেসি। তবে এবার তার শট পাশের জালে লাগে।

পরের ম্যাচটাই ক্লাসিকো; ম্যাচের ৬০তম মিনিটে নেইমারকে উঠিয়ে নেয়ার কিছুক্ষণ পর তাই মেসিকেও বিশ্রামের সুযোগ দেন কোচ লুইস এনরিকে। খানিক বাদে ইনিয়েস্তাকেও তুলে নেয়া হয়।

এরপর আর আয়াক্সের গোলমুখে ভীতি ছড়াতে পারেনি বার্সেলোনা। উল্টো চাপ সৃষ্টি করে নির্ধারিত ৯০ দুই মিনিট আগে এল গাজির গোলে উত্তেজনা ফিরিয়ে আনে আয়াক্স।

তবে যোগ করা সময়ে নেইমারের বদলি হিসেবে নামা সান্দ্রোর গোলে নির্ভার হন কোচ এনরিকে।

তিন ম্যাচে দুটি জয় আর এক হারে ৬ পয়েন্ট নিয়ে ‘এফ’ গ্রুপের দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা।

৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। তৃতীয় রাউন্ডের অন্য ম্যাচে উরুগুয়ের স্ট্রাইকার এদিনসন কাভানির একমাত্র গোলে সাইপ্রাসের দল আপোয়েলকে হারিয়েছে ফ্রান্সের চ্যাম্পিয়নরা।

তৃতীয় স্থানে থাকা আয়াক্সের পয়েন্ট ২। আর ১ পয়েন্ট নিয়ে সবার নীচে আছে আপোয়েল।