বাংলাদেশের স্বপ্ন শেষ করে ইরানের জয়

জর্ডানকে হারিয়ে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মুল পর্বে খেলা প্রায় নিশ্চিত করে ফেলেছে ইরানের মেয়েরা। জর্ডানকে ৬-১ গোলে হারিয়েছে তারা। ইরানের এই জয়ে বাংলাদেশের মূল পর্বে ওঠার স্বপ্ন শেষ হয়ে গেল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 06:30 PM
Updated : 21 Oct 2014, 06:30 PM

আগামী বৃহস্পতিবার ‘বি’ গ্রুপের বাছাই পর্বে নিজেদের শেষ ম্যাচে ইরানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

এ মুহুর্তে টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকায় শীর্ষে আছে ইরান, গোল পার্থক্যেও অনেক এগিয়ে তারা (+১৫)। ২০১৫ সালে চীনের এএফসি চ্যাম্পিয়নশিপের মূল পর্বে ‘বি’ গ্রুপ থেকে ইরানের খেলার সম্ভাবনাই বেশি। বাংলাদেশের কাছে না হারলেই মূল পর্ব প্রায় নিশ্চিত হয়ে যাবে তাদের।

গোল পার্থক্যে ইরানকে পেছনে ফেলতে হলে তাদের বিপক্ষে ৫ গোলের ব্যবধানের জয় পেতে হবে বাংলাদেশকে। তবে তা করতে পারলেও মনিকাদের তাকিয়ে থাকতে হবে ভারত-জর্ডান ম্যাচের ফলের দিকে।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে মঙ্গলবার ইরানের মতো জয় পেয়েছে ভারতও। সংযুক্ত আরব আমিরাতকে ১২-০ গোলে হারিয়েছে তারা। গোল পার্থক্যে বাংলাদেশের (+৬) চেয়েও এগিয়ে ভারত (+১২)। বাছাই পর্বের শেষ ম্যাচে জর্ডানের বিপক্ষে জয় পেলে মূল পর্বে খেলার সুযোগ থাকবে ভারতেরও। তবে ইরান বাংলাদেশের কাছে না হারলে ভারতের মূল পর্বের আশা ভেস্তে যাবে।