মেসির 'অবাধ্যতা' এড়িয়ে গেলেন বার্সা কোচ

এইবারের বিপক্ষে বার্সেলোনার ম্যাচে নাকি লুইস এনরিকের কথা মতো বদলি হতে চাননি লিওনেল মেসি। আর্জেন্টিনার তারকার এই 'অবাধ্যতা' নিয়ে ওঠা আলোচনা এড়িয়ে গেছেন বার্সেলোনার কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 07:52 AM
Updated : 21 Oct 2014, 07:54 AM

স্পেনের লা লিগায় শনিবার নিজেদের মাঠ ক্যাম্প নউয়ে বার্সেলোনার ৩-০ ব্যবধানের জয়ে তৃতীয় গোলটি করেন মেসি।

ম্যাচটিতে এনরিকে মেসিকে মাঠ থেকে চলে আসার সংকেত দিয়েছিলেন বলে দেখা যায়।

লা লিগায় তেলমো সাররার সর্বোচ্চ গোলের রেকর্ড (২৫১ গোল) ছাড়িয়ে যেতে আর দুই গোলের অপেক্ষায় থাকা মেসিকে এনরিকের সংকেত অগ্রাহ্য করতে দেখা যায়। পরে এনরিকে নেইমারকে মাঠ থেকে তুলে নেন। 

মঙ্গলবার আয়াক্সের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেও এ নিয়ে আলোচনা করতে চাইলেন না এনরিকে।

"সত্যিকার অর্থে আমি এই ধরণের কোনো আলোচনা করতে চাই না। বদলি নিয়ে কথা বলার সময় আমাদের অনেক কিছু নিয়ে ভাবতে হয়-কার হলুদ কার্ড আছে, কে চোট পেয়েছে।"

মেসিকে এসব সমালোচনার আঁচড় থেকে দূরে রাখতেই হয়ত নিজের কাঁধে দায় তুলে নেন এনরিকে।

"কখনো কখনো আমি ভুল করি। আপনারা যেভাবে বদলিটি ব্যাখ্যা করেছেন, আমি এই আলোচনায় যেতে চাই না।"

ম্যাচে শেষ বদলিটি অনেক হিসেব করেই করতে হয় বলে উল্লেখ করেন এনরিকে।