কোনোমতে রক্ষা ম্যান ইউর

ম্যাচের শেষ দিকে ডালে ব্লিন্ডের গোলে কোনোমতে ড্র করে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুর্বল ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নের মাঠে সোমবার রাতে ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2014, 02:42 AM
Updated : 21 Oct 2014, 02:42 AM

এ নিয়ে ইপিএলে প্রতিপক্ষের মাঠে টানা ছয়টি ম্যাচ জয়শূন্য রইল ম্যানচেস্টার ইউনাইটেড।

শুরু থেকেই বাজে খেলতে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের জালে ম্যাচের অষ্টম মিনিটেই বল জড়িয়ে দেন স্তেফান সেসেনিউ।

বিরতির পরপরই বদলি হিসেবে নামা মারোয়ান ফেলাইনি সমতা ফেরান। ৬৬তম মিনিটে সাইদো বেরাহিনো আবার এগিয়ে দেন স্বাগতিকদের। এই গোলেই জয়ের সুবাস পাচ্ছিল ওয়েস্ট ব্রম। তবে নির্ধারিত সময়ের তিন মিনিট আগে গোল করে ইউনাইটেডকে এক পয়েন্ট এনে দেন ডাচ ফুটবলার ব্লিন্ড।
নতুন কোচ লুইস ফন গালের অধীনেও মৌসুমটা ভালো যাচ্ছে না ইউনাইটেডের। আট ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগের ষষ্ঠ স্থানে আছে তারা।