মঙ্গলবার আসছে শ্রীলঙ্কা দল

বাংলাদেশের সঙ্গে দুটি প্রীতি ম্যাচ খেলতে আসছে শ্রীলঙ্কা জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় ঢাকায় পৌঁছাবে অতিথি দলটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 03:35 PM
Updated : 20 Oct 2014, 03:35 PM

বাফুফে সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপিতে যাবে শ্রীলঙ্কা দল। একই দিনে যশোরের পথে রওনা দেবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ দল। রাতে যশোরের সিটি প্লাজা হোটেলে উঠবে দুই দল।

দুটি প্রীতি ম্যাচে প্রথমটি ২৪ অক্টোবর যশোরে হবে। পরের ম্যাচটি রাজশাহীর মাঠে গড়াবে ২৭ অক্টোবর।

ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) আতলেতিকো দি কলকাতার হয়ে খেলতে যাওয়া মামুনুল ইসলাম শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ম্যাচের জন্য সোমবার দেশে ফেরেন।

ডেনমার্কের স্থানীয় ক্লাবে খেলার জন্য মামুনুলদের সঙ্গে এখনই যোগ দিতে পারছেন না ডিফেন্ডার জামাল ভূইয়া। ২২ বা ২৩ অক্টোবরে ডেনমার্ক থেকে দেশে ফিরে দলের সঙ্গে যোগ দেবেন জামাল।

শ্রীলঙ্কার বিপক্ষের দুটি প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের কোচের দায়িত্ব পালন করবেন সাইফুল বারী টিটো।