মারিবোরের বিপক্ষে কস্তাবিহীন চেলসি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মারিবোরের বিপক্ষে ম্যাচের আগে চেলসির চোট পাওয়া খেলোয়াড়দের তালিকাটা আরো বড় হলো। এবার পায়ের পেশির চোটের কারণে দলের বাইরে ছিটকে পড়লেন ক্লাবের হয়ে দারুণ ফর্মে থাকা দিয়েগো কস্তা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 01:53 PM
Updated : 20 Oct 2014, 01:53 PM

ইউরোপ সেরার প্রতিযোগিতায় মঙ্গলবার স্লোভেনিয়ার ক্লাব মারিবোরের বিপক্ষে খেলবে চেলসি। ওই ম্যাচে স্পেনের স্ট্রাইকার কস্তাকে না পাওয়ার কথা চেলসির কোচ জোসে মরিনিয়ো সোমবার জানান।

একই সমস্যার কারণে গত শনিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচেও খেলেননি ব্রাজিলে জন্ম নেয়া কস্তা। তবে তার চোট খুব বেশি গুরুতর নয় বলেও জানান মরিনিয়ো।

এই মৌসুমেই চেলসিতে যোগ দেয়া কস্তা এ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে নয় গোল করে ম্যানচেস্টার সিটির সের্হিও আগুয়েরোর সঙ্গে সর্বোচ্চ গোলদাতা হিসেবে আছেন। তাই এমন দুর্দান্ত ফর্মে থাকা খেলোয়াড়কে না পাওয়াটা কোচ মরিনিয়োর জন্য হতাশার হবে।

চোটের কারণে আগে থেকেই দলের বাইরে আছেন মিডফিল্ডার ওবি মিকেল, আন্দ্রে শুরলে ও রামিরেস। স্ট্রাইকার দিদিয়ের দ্রগবাও পুরো ৯০ মিনিট খেলার মতো সুস্থ নন।

প্রথম দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে ‘জি’ গ্রুপের শীর্ষে আছে চেলসি।