গোল উদযাপন করতে গিয়ে ফুটবলারের মৃত্যু

গোল করার পর ডিগবাজি দিয়ে উদযাপন করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ডেকে আনলেন ভারতের এক ফুটবলার। স্পাইনাল কর্ডে আঘাত পেয়ে হাসপাতালে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর গত রোববার মারা যান তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2014, 12:54 PM
Updated : 20 Oct 2014, 12:54 PM

হতভাগ্য ফুটবলারের নাম পিটার বিয়াকসাংজুয়ালা। ভারতের মিজোরাম প্রিমিয়ার লিগের দল বেথেলহেম ভেন্থলাংয়ের হয়ে খেলতেন এই মিডফিল্ডার।

গত মঙ্গলবার চানমারি পশ্চিম ক্লাবের বিপক্ষে ভেন্থলাংয়ের লিগ ম্যাচের ৬২তম মিনিটে দুর্ঘটনাটি ঘটে। ১-০ গোলে পিছিয়ে থাকা দলকে সমতায় ফেরানোর আনন্দে কিছুটা দৌড়ে গিয়ে শূন্যে ডিগবাজি দেন পিটার। দ্বিতীয়বার একই কাজ করতে গিয়ে মাথা নিচের দিক দিয়ে পড়লে স্পাইনাল কর্ডে মারাত্মক আঘাত পান তিনি।
সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সিটি স্ক্যানে ধরা পড়ে, তার মেরুদণ্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে আইসিইউতে রেখে তার চিকিৎসা চললেও আর ফিরতে পারলেন না ২৩ বছর বয়সী ওই ফুটবলার। রোববার তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা।