মাঠের বাইরে আর্সেনালের ওজিল

প্রায় ছয় সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন আর্সেনালের মিডফিল্ডার মেসুত ওজিল। হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন জার্মানির এই খেলোয়াড়।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2014, 03:12 PM
Updated : 16 Oct 2014, 03:12 PM

বৃহস্পতিবার আর্সেনালের কোচ আর্সেন ভেঙ্গার একথা জানান।

গত ৫ অক্টোবর চেলসির মাঠে ২-০ গোলে হেরে যাওয়া ম্যাচের সময় ওজিল পায়ে ব্যথা অনুভব করে। তারপরও খেলা চালিয়ে যান তিনি। পরে ইউরো বাছাইয়ের ম্যাচ খেলতে জাতীয় দলে যোগ দেয়ার পর তার চোট ধরা পড়ে।

ভেঙ্গার আরো জানান, জার্মানি ফুটবল অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ওজিলের চোট বেশ গুরুতর বলে জানানো হয়েছে। রিয়াল মাদ্রিদের সাবেক খেলোয়াড় ওজিলের বাঁ পায়ের লিগামেন্ট আংশিক ছিড়ে গেছে বলেও সংস্থাটি জানায়।

এই চোটের কারণে আগামী শনিবার হাল সিটির বিপক্ষে লিগের ম্যাচে, পরে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আন্ডারলেখট ও বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে এবং পরে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারবেন না ওজিল।