আমিরাতকেও হারানোর লক্ষ্য বাংলাদেশের মেয়েদের

সংযুক্ত আরব আমিরাতকে হারিয়ে মূল পর্বে ওঠার লড়াইয়ে থাকতে চায় স্বাগতিক বাংলাদেশ। এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দল দুটি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2014, 02:30 PM
Updated : 16 Oct 2014, 02:31 PM

শুক্রবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বিকাল পাঁচটায় ম্যাচটি শুরু হবে।

আরব আমিরাতের বিপক্ষেও জয় নিয়ে মাঠ ছাড়তে চান বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন।

“প্রথম ম্যাচে জর্ডানকে হারালেও আমরা অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে চাই না। তাই সংযুক্ত আরব আমিরাতের ব্যাপারে সতর্ক থাকছি। তবে এ ম্যাচেও জিততে চাই আমরা।”

‘বি’ গ্রুপের বাছাই পর্বে নিজেদের প্রথম ম্যাচে জর্ডানকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। আরব আমিরাতের বিপক্ষে জিতলে মূল পর্বের পথে কিছুটা এগিয়ে যাবে স্বাগতিকরা।
জর্ডানের বিপক্ষে জয়টি বাংলাদেশ পেয়েছে পেনাল্টি গোলে। ওই ম্যাচে ফরোয়ার্ডরা ঠিকঠাক আক্রমণে গেলেও গোলে শটে নিতে পারেনি তারা। তাই মাঝে পাওয়া এক দিনের বিরতিতে সানজিদা, লিপিদের প্রতিপক্ষের জালে শট নেয়াটাই বেশি অনুশীলন করিয়েছেন ছোটন।
“জর্ডানের বিপক্ষে ম্যাচের রাতেই মেয়েদের সঙ্গে এ নিয়ে কথা বলেছি। অনুশীলনেও তাদের গোলে শট নেয়ার ওপর বাড়তি গুরুত্ব দিতে চেয়েছি।”
নিজেদের প্রথম ম্যাচে ইরানের কাছে ৯-০ গোলে বিধ্বস্ত হয় আরব আমিরাত। ফলে জয়ের ব্যাপারে আরো বেশি আশাবাদী বাংলাদেশ। জর্ডানের বিপক্ষে পেনাল্টি আদায় করে নেয়া লিপিও বললেন একই কথা।
“জর্ডানকে হারাতে পেরেছি। আমাদের আত্মবিশ্বাস আরো বেড়েছে। আশা করি, বাছাই পর্বের তিনটি ম্যাচই জিততে পারব আমরা।”
পেনাল্টি থেকে জর্ডানের জালে গোলটি করেন সানজিদা আখতার। তবে ওই জয় ভুলে নতুন করে আরব আমিরাতের বিপক্ষে নামার কথা বললেন তিনি।
“কোচ আমাদেরকে বলেছেন জর্ডানের বিপক্ষের জয়টিই সব নয়, সংযুক্ত আরব আমিরাতকে হারাতে হবে।”
বাছাই পর্বে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল দুটি পাবে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপের মূল পর্বে খেলার সুযোগ।
নিজেদের প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে উড়িয়ে দেয়া ইরান খেলবে ভারতের সঙ্গে। ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়।