‘রিয়ালেই ভালো আছি’

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেয়া পাঁচ বছর হয়ে গেলেও ক্রিস্তিয়ানো রোনালদোর মনে ইউনাইটেডের স্মৃতি আজও উজ্জ্বল। ভবিষ্যতে ইংল্যান্ডের দলটিতে ফিরে যাওয়ার ইচ্ছার কথাও বেশ কবার বলেছেন তিনি। তবে বর্তমানে রিয়ালে বেশ আছেন বলে জানিয়েছেন পর্তুগিজ এই তারকা ফরোয়ার্ড।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2014, 03:54 PM
Updated : 2 Oct 2014, 03:54 PM

ইংল্যান্ডের দলটির হয়ে ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত একটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি প্রিমিয়ার লিগসহ অনেক শিরোপা জেতেন রোনালদো। ২০০৮ সালে ফিফা বর্ষসেরা ও ব্যালন ডি'অর পুরস্কারও জেতেন তিনি। আজকের বিশ্বসেরা তারকা রোনালদোর উত্থানটা যে সেখানেই হয়েছে, তাতে কোনো সন্দেহ নেই। ইউনাইটেডের সাবেক কোচ আলেক্স ফার্গুসনের অধীনে যেন একটা পরিবারের মধ্যেই দিনগুলো কাটিয়েছেন রোনালদো।

ইতালির একটা ক্রীড়া পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে দুইবারের বর্ষসেরা রোনালদোর কণ্ঠেও ফুটে উঠলো তা।

“সবসময় আমি বলেছি যে ম্যানচেস্টারে আমার একটা পরিবার আছে। কিন্তু মাদ্রিদে আমি ভালো আছি।”

প্রিয় তারকা রোনালদোকে ফিরে পেতে ম্যানচেস্টার ইউনাইটেডের আকুতির শেষ নেই। কদিন আগে লা লিগায় রিয়াল মাদ্রিদ-ভিয়ারিয়াল ম্যাচের সময় স্টেডিয়ামের ওপর ভাড়া করা একটি বিমানে ‘বাড়ি এসো রোনালদো’ লেখা ব্যানার উড়িয়ে তার প্রমাণও দেয় ইউনাইটেডের একদল সমর্থক। ফেলে আসা ভক্তদের এমন ভালোবাসা রোনালদোর মনকে নাড়া দিয়েছে।

“আমার প্রতি ইউনাইটেড সমর্থকদের ভালোবাসা দেখে আমি আপ্লুত। এর অর্থ, সেখানে আমি ভালো স্মৃতি ফেলে এসেছি।”

ওই ম্যাচের শুরুর দিকে মাথার ওপরে বিমানটি যখন ব্যানার নিয়ে চক্কর দিচ্ছিল তখন খেলার মাঝেও ওপরে তাকিয়ে তা দেখেন রোনালদো।