ইংল্যান্ড দলে নতুন মুখ ক্লাইন

ইংল্যান্ড দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন রাইট ব্যাক নাথানিয়েল ক্লাইন। বৃহস্পতিবার সাউথ্যাম্পটনের এই খেলোয়াড়কে নিয়ে ইউরো বাছাই পর্বের দুটি ম্যাচের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছে দেশটির ফুটবল সংস্থা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2014, 01:41 PM
Updated : 2 Oct 2014, 01:51 PM

তিন স্ট্রাইকারকে নিয়ে গড়া এই দলে ডাক পাননি ড্যানিয়েল স্টারিজ। ঊরুর চোটে ভুগছেন লিভারপুলের এই স্ট্রাইকার।

২৩ বছর বয়সী ক্লাইনের দেশের হয়ে অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলে খেলার অভিজ্ঞতা আছে।

এছাড়া জাতীয় দলে ফিরেছেন আর্সেনালের লেফট ব্যাক কিরন গিবস ও সোয়ানসি সিটির মিডফিল্ডার জনজো শেলভি।

আগামী বৃহস্পতিবার ওয়েম্বলিতে স্যান ম্যারিনোর বিপক্ষে খেলার তিন দিন পর ১২ অক্টোবর এস্তোনিয়ার মাঠে খেলবে ইংল্যান্ড। ২০১৬ সালের ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ‘ই’ গ্রুপে খেলছে ইংল্যান্ড।     

ইংল্যান্ড দল:

গোলরক্ষক: জো হার্ট (ম্যানচেস্টার সিটি), বেন ফস্টার (ওয়েস্ট ব্রমউইচ), ফ্রেজার ফর্স্টার (সাউথ্যাম্পটন)।

ডিফেন্ডার: লেইটন বেইনস (এভারটন), গ্যারি কাহিল (চেলসি), নাথানিয়েল ক্লাইন (সাউথ্যাম্পটন), কিরন গিবস (আর্সেনাল), ফিল জাগিয়েলকা (এভারটন), জন স্টোনস (এভারটন)।

মিডফিল্ডার: ফাবিয়ান ডেলফ (অ্যাস্টন ভিলা), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), অ্যাডাম লালানা (লিভারপুল), জেমস মিলনার (ম্যানচেস্টার সিটি), অ্যালেক্স অক্সলেইড-চেম্বারলেইন (আর্সেনাল), জনজো শেলভি (সোয়ানসি সিটি), রাহিম স্টার্লিং (লিভারপুল), অ্যান্ড্রোস টাউনসেন্ড (টটেনহ্যাম), জ্যাক উইলশেয়ার (আর্সেনাল)।

ফরোয়ার্ড: রিকি ল্যাম্বার্ট (লিভারপুল), ওয়েইন রুনি (ম্যানচেস্টার ইউনাইটেড), ড্যানি ওয়েলবেক (আর্সেনাল)।