দ্বিগুণ টাকায় নেইমারকে চেয়েছিল রিয়াল

নেইমারকে নেয়ার জন্য নাকি বার্সেলোনার প্রায় দ্বিগুণ টাকা দিতে চেয়েছিল তাদের চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। তবে ব্রাজিল তারকা স্পেন আর ইউরোপের সবচেয়ে সফল ক্লাবের সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন। স্পেনের আদালতে বার্সেলোনার কর ফাঁকির মামলায় সাক্ষ্য দিতে গিয়ে এ তথ্য জানিয়েছেন নেইমারের বাবা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2014, 10:42 AM
Updated : 2 Oct 2014, 01:54 PM

নেইমার দা সিলভা সান্তোস আদালতে জানান, রিয়াল মাদ্রিদ নেইমারকে চুক্তিবদ্ধ করতে ১৫ কোটি ইউরো দিতে চেয়েছিল।

ব্রাজিলের ক্লাব সান্তোস থেকে ৫ কোটি ৭০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে গত মৌসুমে নেইমারকে আনে বার্সেলোনা। তবে স্প্যানিশ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নেইমারের পরিবারের সঙ্গে সম্পর্কিত একটি কোম্পানিকে গোপনে আরো ৪ কোটি ইউরো দেয় বার্সেলোনা।

নেইমারকে কেনার সময় কর ফাঁকি দেয়া নিয়ে বার্সেলোনার বিরুদ্ধে তদন্ত চলছে। সে বিষয়ে কথা বলতেই স্পেনের একটি আদালতের আসতে হয় সিনিয়র নেইমারকে।