রোমা- ম্যান সিটির কথার লড়াই

চ্যাম্পিয়ন্স লিগে এএস রোমা আর ম্যানচেস্টার সিটির মধ্যে চলছে অন্যরকম এক লড়াই। অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারের সেই লড়াইটা বেশ জমে উঠেছে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2014, 09:20 AM
Updated : 2 Oct 2014, 09:22 AM

গত মঙ্গলবার ম্যাচের আগে টুইটারের লড়াইয়ের শুরুটা করে ম্যানচেস্টার সিটি।

রোমা ইতিহাদ স্টেডিয়ামে খেলার আগে টুইট করেছিল, "আজ (মঙ্গলবার) আমরা ইউরোপের প্রতিযোগিতায় আমাদের ২৬৯তম ম্যাচ খেলছি এবং ইংল্যান্ডের চ্যাম্পিয়নদের (ম্যানচেস্টার সিটি) বিপক্ষে প্রথম।"

কিন্তু একটি খোঁচা দিয়ে রোমার টুইটের জবাব দেয় সিটি।

"আমরা তোমাদের এবং তত্তির মতো একজন কিংবদন্তিকে আতিথ্য দেয়ার অপেক্ষায় আছি। সে ইংল্যান্ডে কখনো গোল করেনি, করেছে কি?

সিটির এই খোঁচাটায় ভালো সাড়া দেন ফ্রান্সেসকো তত্তি। রোমাকে সমতায় ফেরানো গোলটি করেন তিনি।

নিজেদের করা খোঁচা হজম করে, পরের টুইটে আর এতে পরবর্তী লড়াইয়ের জন্য রোমাকে তৈরি থাকার একটা ইঙ্গিত দিয়ে রাখে তারা।

"আশা করছি, তোমাদের খেলোয়াড়, কর্মী আর সমর্থকরা আজ নিরাপদে বাড়ি ফিরবে। ডিসেম্বরে দেখা হবে।"

রোমা আর ছেড়ে কথা বলবে কেন; এর জবাব দিতে গিয়ে ম্যানচেস্টার সিটিকে তারা মনে করিয়ে দেয়, ইতালি অভিযান তাদের জন্য সুখকর নয়।

"গত রাতের আতিথেয়তার জন্য ধন্যবাদ। রোমে তোমাদের দেখার জন্য উন্মুখ হয়ে আছি। ইতালিতে কখনো ইউরোপের প্রতিযোগিতার কোনো ম্যাচ জেতনি, জিতেছ কি?"

এর জবাবও সঙ্গে সঙ্গে দেয় সিটি, "না, আমরা জিতিনি। কিন্তু তোমরা জান, সবকিছুরই প্রথম আছে।"

ইতিহাদ স্টেডিয়ামে সিটি আর রোমার মঙ্গলবারের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। গ্রুপ পর্বে এই দুই দলের পরবর্তী ম্যাচটি রোমার স্তাদিও অলিম্পিকোয় হবে ১০ ডিসেম্বর।