বাসেলের মাঠে লিভারপুলের হার

ইংলিশ প্রিমিয়ার লিগে শুরুটা ভালো না হলেও পাঁচ বছর পর উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে ফেরাটা জয় দিয়েই উদযাপন করেছিল লিভারপুল। কিন্তু ইউরোপ সেরার প্রতিযোগিতার দ্বিতীয় ম্যাচেই অঘটনের শিকার হলো দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 09:29 PM
Updated : 1 Oct 2014, 09:29 PM

বুধবার ‘বি’ গ্রুপের ম্যাচে মার্কো স্ট্রেলারের একমাত্র গোলে লিভারপুলকে হারিয়ে প্রতিযোগিতায় প্রথম জয় পেয়েছে বাসেল। নিজেদের প্রথম ম্যাচে শিরোপাধারী রিয়াল মাদ্রিদের কাছে ৫-১ গোলে হেরেছিল সুইজারল্যান্ডের বাসেল।

রাহিম স্টার্লিং, মারিও বালোতেল্লির দুটি গোল অফসাইডের কারণে বাতিল হলেও অতিথিরা বাসেলকে বড় ধরণের পরীক্ষায় ফেলতে পারেনি।

গোল শূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধে ৫২তম মিনিটে দলকে এগিয়ে নেন স্ট্রেলার।

বাসেলের একটি কর্নার বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই পাঠিয়ে দিচ্ছিলেন মার্টিন স্করটেল। কোনোমতে ঠেকান লিভারপুলের গোলরক্ষক সিমোন মিগনোলেট। পুরোপুরি পারেননি তিনি, তার কাছে থেকে বল পেয়েই জালে জড়ান স্ট্রেলার।

নিজেদের মাঠ সেন্ট জ্যাকব পার্কে বরাবরই অপ্রতিরোধ্য বাসেল। এই মাঠে শেষ পাঁচ ম্যাচে শালকে ছাড়া আর কারো কাছে হারেনি দলটি। শেষবার জোসে মরিনিয়োর চেলসিকে দুবার হারায় বাসেল।

ইউরোপীয় প্রতিযোগিতায় শেষ তিন মৌসুমে টটেনহ্যাম হটস্পার ও ম্যানচেস্টার ইউনাইটেডকেও হারিয়েছে বাসেল।

৬ ম্যাচ শেষে ৭ পয়েন্ট নিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ১৪ নম্বরে রয়েছে গতবারের রানার্সআপ লিভারপুল।

চ্যাম্পিয়ন্স লিগে পাঁচবার শিরোপা জেতা লিভারপুল এবার নিজেদের প্রথম ম্যাচে ২-১ গোলে হারায় লুদোগোরেতসকে। তবে এবার বাসেলের কাছে হেরেই গেল ব্রেন্ডন রজার্সের শিষ্যরা।