বানর বলায় ক্ষুব্ধ ব্রাজিলের হাল্ক

মাঠে দর্শকরা বানর বলায় বেজায় ক্ষেপেছেন ব্রাজিলের স্ট্রাইকার হাল্ক।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 05:16 PM
Updated : 2 Oct 2014, 12:32 PM

গত শনিবার রাশিয়ার লিগের একটি ম্যাচ চলার স্পার্তাকের দর্শকরা তাকে উদ্দেশ্য করে কটুক্তি করেন বলে দেশটির একটি পত্রিকাকে জানিয়েছেন জেনিত সেন্ট পিটার্সবার্গের এই তারকা।

জেনিতের মাঠে গোলশূন্য ড্র হওয়া ম্যাচটি চলার সময় অপ্রীতিকর ঘটনাটি ঘটে।

হাল্কের বরাত দিয়ে বুধবার স্পোর্টস এক্সপ্রেস পত্রিকা তাদের একটি প্রতিবেদনে ঘটনাটি জানায়।

হাল্ক জানান, ম্যাচটি চলার সময় গ্যালারির স্পার্তাক দর্শকদের অংশ থেকে সরাসরি তাকে উদ্দেশ্য করে বর্ণবাদী আচরণ করা হচ্ছিল।

“প্রথমার্ধে আমি পরিষ্কার শুনেছি যে আমাকে বানর বলে (তারা) চিৎকার করছিল। আর তা একবার ঘটেনি। দর্শকদের বড় একটা অংশ থেকে (ওই চিৎকার) শোনা যাচ্ছিল।”

কমপক্ষে দুইবার দর্শকরা ওই চিৎকার করে বলেও জানান হাল্ক- প্রথমার্ধের মাঝামাঝি আর ওই অর্ধের যোগ করা সময়ে।

দর্শকদের ওই আচরণে ক্ষুব্ধ ২৮ বছর বয়সী হাল্ক আরো বলেন, “এটাকে আমি ব্যক্তিগতভাবে আমার এবং আমার ক্লাবের প্রতি অপমানজনক হিসেবে নিয়েছি।”