বলের আঘাতে অজ্ঞান নারী রেফারি

আর্জেন্টিনার নীচের সারির লিগের একটি ফুটবল ম্যাচ পরিচালনা করতে গিয়ে আঘাত পেয়েছেন সেদেশের এক নারী রেফারি। একটি ফ্রি কিক থেকে বল তার মুখে লাগলে জ্ঞান হারিয়ে মাঠে পড়ে যান তিনি। অবশ্য সেকেন্ডের মধ্যে জ্ঞান ফিরে পান তিনি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 01:05 PM
Updated : 1 Oct 2014, 01:05 PM

সালোমে দি লরিও নামের রেফারি গত সপ্তাহে লিনিয়ের্স ও সেন্ত্রো এস্পানলের একটি ম্যাচ পরিচালনা করছিলেন।

ফ্রি কিকের জন্য বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গেই বলটি তার মুখে এসে লাগে। দুই দলের খেলোয়াড় আর চিকিৎসক দল মাঠে তার শুশ্রূষা শুরু করে দেয়। দি লরিও অবশ্য সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে পান। তবে ম্যাচটি আর তিনি পরিচালনা করেননি।

পেশায় একজন আইনজীবী ৩৪ বছর বয়সী দি লরিও এর আগে ২০০৯ সালের মেয়েদের কোপা লিবের্তাদোরেসের ফাইনালসহ ২০১২ সালের অলিম্পিকের মেয়েদের টুর্নামেন্টের ম্যাচ পরিচালনা করেন।