বার্সেলোনার ‘ভঙ্গুর’ রক্ষণে সুযোগ পিএসজির

চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনাকে হারিয়ে দেয়ার রহস্যের কথা জানালেন লরাঁ ব্লাঁ। বার্সেলোনার ভঙ্গুর রক্ষণের দুর্বলতাকে কাজে লাগিয়েই তার দল জয় পেয়েছে বলে উল্লেখ করেন পিএসজির কোচ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Oct 2014, 07:39 AM
Updated : 1 Oct 2014, 07:39 AM

মঙ্গলবার ‘এফ’ গ্রুপের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে নিজেদের মাঠে শিরোপা প্রত্যাশী বার্সেলোনাকে ৩-২ গোলে হারায় পিএসজি।

এই ম্যাচের আগে নতুন মৌসুমে কোনো গোল খায়নি বার্সেলোনা। তবে ম্যাচের আগে মেসি-নেইমারদের খেলা খুব ভালোভাবে বিশ্লেষণ করে রক্ষণে দুর্বলতা খুঁজে পান ব্লাঁ।

“আমরা ভিডিওতে তাদের খেলা দেখেছি। আমরা একমত হই, তারা গোল না খেলেও প্রতিপক্ষকে পরিষ্কার সুযোগ তৈরি করতে দিয়েছে।”

ফ্রান্সের লিগ ওয়ানের চ্যাম্পিয়ন দল পিএসজির কোচ ব্লাঁ ১৯৯৬-৯৭ মৌসুমে বার্সেলোনার রক্ষণ সামলেছেন। সেই অভিজ্ঞতা থেকে তিনি জানতেন, আক্রমণাত্মক ফুটবল খেলতে গিয়ে বার্সেলোনা অনেক সময় ঝুঁকি নিয়ে ফেলে।
ম্যাচের শেষের সংবাদ সম্মেলনে ব্লাঁ বলেন, বার্সেলোনার এই ঝুঁকি নেয়াটাকেই পুঁজি করে তার দল।
“তারা অনেক ঝুঁকি নেয়। বার্সেলোনার রক্ষণ সামলানো সহজ নয়। আমি এটা জানি, সেখানে খেলেছি। তারা ঝুঁকি নেয়, বিশেষ করে ফুল ব্যাকরা যারা প্রচুর আক্রমণ করে।”
বার্সেলোনার দুই ডিফেন্ডার দানি আলভেস আর জর্দি আলবার রাতটি একদমই ভালো যায়নি। এই দুজনের ভুলকে পুঁজি করেই পিএসজির পক্ষে ব্যবধান ২-১ ও ৩-১ করেন মার্কো ভের্রাত্তি আর ব্লেইস মাতুউদি।
পিএসজির খেলোয়াড়রা ম্যাচে পাওয়া সুযোগগুলো ঠিকভাবে কাজে লাগাতে পারায় খুশি ব্লাঁ।
“বল পেলেই আমরা আক্রমণ করেছি এবং গুরুত্বপূর্ণ হলো আমরা নিখুঁত ছিলাম।”