ঘরের মাঠেও পারেনি ম্যান সিটি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় ম্যাচেও জয়ের দেখা পেল না ম্যানচেস্টার সিটি। এবার ঘরের মাঠে ইতালির ক্লাব রোমার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারীরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 09:23 PM
Updated : 30 Sept 2014, 09:23 PM

এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বায়ার্ন মিউনিখের মাঠে একমাত্র গোলে হেরে গিয়েছিল ইংল্যান্ডের দল সিটি।

মঙ্গলবার ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যায় সিটি। ডি বক্সের মধ্যে স্বাগতিকদের আর্জেন্টিনার স্ট্রাইকার সের্হিও আগুয়েরোকে রোমার ডিফেন্ডার মাইকন ফাউল করলে পেনাল্টি দেয় রেফারি। তা থেকেই বল জালে জড়ান আগুয়েরো।

পরের মিনিটেই অবশ্য নিজের দায় মেটাতে পারতেন ব্রাজিলের মাইকন। কিন্তু ছোট ডি বক্সের একটু বাইরে থেকে নেয়া তার ডান পায়ের শটটি ক্রসবারে লাগে।

অবশ্য সমতাসূচক গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি অতিথিদের। ২৩তম মিনিটে রোমাকে ম্যাচে ফেরান ৩৮ বছর বয়সী ইতালির স্ট্রাইকার ফ্রান্সেসকো তোত্তি। বেলজিয়ামের মিডফিল্ডার রাদজা নাইনগোলানের পাস পেয়ে এগিয়ে আসা গোলরক্ষকের ওপর দিয়ে পায়ের টোকায় লক্ষ্যভেদ করেন তিনি।

এই গোলটি দিয়ে ইউরোপীয় প্রতিযোগিতার ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ড গড়লেন রোমা অধিনায়ক তোত্তি।

প্রথমার্ধের বাকিটা সময়ে বল দখলে সিটি এগিয়ে থাকলেও নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি তারা। সুযোগ পায়নি রোমাও।

দ্বিতীয়ার্ধের শুরুতেও যথারীতি একই চিত্র, মাঠ দখলে সিটি এগিয়ে থাকলেও মাঝে মধ্যে রোমা পাল্টা আক্রমণ গড়ে। কিন্তু নিশ্চিত কোনো সুযোগ পাচ্ছিল না কেউই।

যোগ করা সময়ে দাভিদ সিলভা ভালো একটি সুযোগ নষ্ট করলে ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয় সিটিকে।

'ই' গ্রুপের অন্য ম্যাচে জার্মানির ক্লাব বায়ার্ন টমাস মুলারের একমাত্র গোলে হারায় রাশিয়ার দল সিএসকেএ মস্কোকে।

দুই রাউন্ড শেষে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে বায়ার্ন।

প্রথম ম্যাচে সিএসকেএ মস্কোকে ৫-১ গোলে হারানো রোমা ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। তৃতীয় স্থানে থাকা সিটির পয়েন্ট ১।