পোর্তোর হোঁচট, বিলবাওয়ের হার

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় রাউন্ডেই হোঁচট খেয়েছে পোর্তো। শেষ সময়ের নাটকীয়তায় শাখতার দনেৎস্কের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে তারা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 09:21 PM
Updated : 30 Sept 2014, 09:21 PM

মঙ্গলবার ‘এইচ’ গ্রুপের অন্য ম্যাচে বাতে রবিসভের কাছে ২-১ গোলে হেরেছে আথলেতিক বিলবাও।

ইউক্রেনের চলমান রাজনৈতিক অস্থিরতায় গত মাসে দনেৎস্কের মাঠ দনবাস আরেনা ক্ষতিগ্রস্ত হয়। তাই ইউক্রেনের চ্যাম্পিয়নদের খেলতে হয় ছয়শ’ মাইল দূরের আরেনা লভিভে।

প্রথমার্ধে ইয়েসিন ব্রাহিমি পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হলে এগিয়ে যাওয়ার সুযোগ হারায় পোর্তো। আগের ম্যাচেই বরিসভের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

এই গ্রুপে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে সুযোগ পাওয়া একমাত্র দল দনেৎস্ক দ্বিতীয়ার্ধে এক পর্যায়ে ২-০ গোলে এগিয়ে যায়। ৫২তম মিনিটে আলেক্স টিক্সেরিয়া ও ৮৫তম মিনিটে লুইস আদ্রিয়ানো গোল দুটি করেন।

এক মিনিটের ব্যবধানে দুটি গোল করে শেষ পর্যন্ত দলের হার এড়ান পোর্তোর জ্যাকসন মার্টিনেস। ৮৯তম মিনিটে পেনাল্টি থেকে গোল করেন তিনি। পরের মিনিটে স্বাগতিকদের জালে আবার বল পাঠিয়ে দলের এক পয়েন্ট নিশ্চিত করেন তিনি।

নিজেদের প্রথম ম্যাচে বরিসভকে ৬-০ গোলে হারিয়েছিল পোর্তো।

আগের ম্যাচে দনেৎস্কের সঙ্গে গোলশূন্য ড্র করা বিলবাও এবার হেরেই গেছে।

বরিসভ আরেনায় ১৯তম মিনিটে দেনিস পলিয়াকভ ও ৪১তম মিনিটে আলেক্সান্দার কার্নিতস্কির গোলে ২-০ গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

দ্বিতীয়ার্ধে ৬৮তম মিনিটে আর্তিস আদুরিসের গোলে ব্যবধান কমালেও হার এড়াতে পারেনি স্পেনের চতুর্থ দল হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে খেলা বিলবাও।