বায়ার্নের মস্কো জয়

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয়ের ধারাবাহিকতা ধরে রেখেছে বায়ার্ন মিউনিখ। গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডে রাশিয়ার ক্লাব সিএসকেএ মস্কোকে একমাত্র গোলে হারিয়েছে জার্মানির সফলতম দলটি।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 06:15 PM
Updated : 30 Sept 2014, 06:15 PM

বায়ার্নের টানা দ্বিতীয় জয়ের নায়ক জার্মানির ফরোয়ার্ড টমাস মুলার।

উয়েফার নিষেধাজ্ঞার কারণে শনিবার মস্কোর মাঠ আরেনা খিমকিতে কোনো দর্শক ছিল না। আর মাঠের লড়াইয়েও ছিল মন্থর গতি।

ম্যাচের শুরুর দিকেই এগিয়ে যায় পাঁচবারের চ্যাম্পিয়ন বায়ার্ন। ২১তম মিনিটে বল পায়ে ডি বক্সের মধ্যে ঢুকে পড়া মারিও গোটসেকে স্বাগতিকদের ডিফেন্ডার মারিও ফের্নান্দেস ফাউল করলে পেনাল্টি পায় বায়ার্ন। তা থেকেই লক্ষ্যভেদ করেন মুলার।

৪১তম মিনিটে মস্কোর মিডফিল্ডার রোমান এরেমেনকোর শট ক্রস বারে লেগে ফিরলে হতাশ হতে হয় স্বাগতিকদের। ডি বক্সের ডান দিক থেকে ফিনল্যান্ডের মিডফিল্ডারের বাঁপায়ের কোনাকুনি শট গোলরক্ষক মানুয়েল নয়ারকে পরাস্ত করলেও ক্রসবারের বাধা পেরুতে পারেনি।

একমাত্র গোলে এগিয়ে থাকা বায়ার্ন দ্বিতীয়ার্ধেও অধিকাংশ সময় বল দখলে রাখে। কিন্তু নিশ্চিত কোনো সুযোগই তৈরি করতে পারেনি তারা। মাঝে মাঝে পাল্টা আক্রমণে যাওয়া স্বাগতিকরাও গোলের দেখা পায়নি।

তাই মুলারের ওই গোলেই জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্ন।

গ্রুপ পর্বের প্রথম রাউন্ডে ইংল্যান্ডের দল ম্যানচেস্টার সিটিকেও ১-০ গোলে হারিয়েছিল বায়ার্ন।