এশিয়ান গেমস হকিতে অষ্টম বাংলাদেশ

এশিয়ান গেমস হকিতে নিজেদের শেষ ম্যাচেও হারল বাংলাদেশ। ওমানের কাছে এই হারে অষ্টম স্থানে থেকে গেমস শেষ করল নাভিদ আলমের ছাত্ররা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2014, 08:56 AM
Updated : 30 Sept 2014, 08:56 AM

ইনচনের সিওনহাক হকি স্টেডিয়ামের ম্যাচে ওমানের কাছে ৩-২ গোলে হারে বাংলাদেশ।

প্রথম কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে পুস্কর খীসার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয় কোয়ার্টারে কোনো গোল না পেলেও ওমানকে সমতায় ফিরতে দেননি খোরশেদরা।

তৃতীয় কোয়ার্টারে বাংলাদেশের হাত থেকে ম্যাচ বেরিয়ে যেতে থাকে। চার মিনিটের ব্যবধানে বাংলাদেশের পোস্টে দুবার বল পাঠায় ওমান। ৩৩ ও ৩৭তম মিনিটের এই দুই গোলে ব্যবধান ২-১ করে তারা।

৩৯তম মিনিটে কুষ্ণ কুমার বাংলাদেশকে সমতায় ফেরান। তবে ৪৫তম মিনিটে ফের এগিয়ে যায় ওমান।
ষষ্ঠ হওয়ার আশা নিয়ে দক্ষিণ কোরিয়া যায় বাংলাদেশ দল। গ্রুপ পর্বেই সে স্বপ্ন শেষ হয়। এরপর সপ্তম হওয়ার দিকেই তাকিয়ে থাকেন চয়নরা। কিন্তু ওমানের কাছে হেরে সেই আশাও শেষ হলো।
গত এশিয়ান গেমসেও অষ্টম হয়েছিল বাংলাদেশ।
ইনচনের এবারের আসরে বাংলাদেশ হকি দল একটি মাত্র জয় পায়; সিঙ্গাপুরকে ২-১ গোলে হারিয়েছিলেন চয়নরা।
গ্রুপ পর্বের বাকি তিন ম্যাচে জাপানের কাছে ৮-০, মালেয়েশিয়ার কাছে ৫-১ ও দক্ষিণ কোরিয়ার কাছে ৭-০ ব্যবধানে হারে বাংলাদেশ।